চলতি বছর চট্টগ্রামে ডেঙ্গু আক্রান্তের সংখ্যা ৪ হাজার ছাড়াল। এসময়ে মৃত্যু হয়েছে ৪২ জনের। গত ২৪ ঘণ্টায় নতুন করে আক্রান্ত হয়েছেন ৪২ জন। মৃত্যু হয়েছে এক নারীর।
রোববার (১ ডিসেম্বর) সিভিল সার্জন কার্যালয়ের প্রকাশিত প্রতিবেদনে এ তথ্য জানা যায়।
সিভিল সার্জন কার্যালয়ের প্রতিবেদনের তথ্যানুসারে, গত ২৪ ঘণ্টায় আক্রান্তদের মধ্যে সরকারি হাসপাতালে ভর্তি হয়েছেন ৩৪ জন এবং বেসরকারি হাসপাতালে ৬ জন। আক্রান্তদের মধ্যে ২০ জন পুরুষ, ১৪ জন নারী ও ৬ জন শিশু। এদিন মরিজান (৫৫) নামে এক নারীর মৃত্যু হয়েছে। তিনি ২৩ নভেম্বর চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি হন। গত ৩০ নভেম্বর সেখানে চিকিৎসাধীন অবস্থার তার মৃত্যু হয়। তিনি উখিয়ার বাসিন্দা।
আরও পড়ুন : নভেম্বরে ১৬ মৃত্যুতে সহস্র ডেঙ্গু রোগী
এদিকে চট্টগ্রামে চলতি বছর মোট ডেঙ্গু আক্রান্তের সংখ্যা ৪ হাজার ৩ জন। এদের মধ্যে নগরে আক্রান্ত ২ হাজার ৫৭৭ জন ও উপজেলায় ১ হাজার ৪২৬ জন। আক্রান্তদের মধ্যে পুরুষ ২ হাজার ১৩৬ জন, নারী ১ হাজার ১৩৭ জন ও শিশু ৭৩০ জন।
অন্যদিকে মারা যাওয়া ৪২ জনের মধ্যে ১৫ জন পুরুষ, ২৩ জন নারী ও ৬ জন শিশু। তবে চলতি বছরের নভেম্বরে ডেঙ্গু আক্রান্ত হয়ে সর্বোচ্চ ১৬ জনের মৃত্যু হয়েছে। সর্বোচ্চ আক্রান্ত হয়েছিল অক্টোবরে ১ হাজার ৪৩০ জন।
সিভিল সার্জন কার্যালয়ের প্রতিবেদনে জানানো হয়, উপজেলায় ১ হাজার ৪২৬ আক্রান্তদের মধ্যে লোহাগাড়ায় ২২১ জন, সাতকানিয়ায় ১৫৯ জন, বাঁশখালীতে ৮৪ জন, আনোয়ারায় ৫৫ জন, চন্দনাইশে ৮৫ জন, পটিয়ায় ৯৮ জন, বোয়ালখালীতে ৫২ জন, রাঙ্গুনিয়ায় ৪০ জন, রাউজানে ১৬৭ জন, ফটিকছড়িতে ৫১ জন, হাটহাজারীতে ৬২ জন, সীতাকুণ্ডে ২২৪ জন, মিরসরাইয়ে ৪৪ জন, সন্দ্বীপে ১৮ জন এবং কর্ণফুলী উপজেলায় ৬৬ জন।
আরবি/আলোকিত চট্টগ্রাম