বায়েজিদ লিংক রোডের ফুটপাত ও কর্ণফুলী গ্যাস ডিস্ট্রিবিউশন কোম্পানি লিমিটেডের (কেজিডিসিএল) গ্যাস পাইপলাইনের ওপর গড়ে উঠা শতাধিক অবৈধ স্থাপনা উচ্ছেদ করা হয়েছে।
বৃহস্পতিবার (৮ সেপ্টেম্বর) সকাল ১১টায় চট্টগ্রাম উন্নয়ন কর্তৃপক্ষ (সিডিএ), চট্টগ্রাম সিটি করপোরেশন (চসিক), কেজিডিসিএল ও পরিবেশ অধিদপ্তরের উদ্যোগে তিন নির্বাহী ম্যাজিস্ট্রেটের নেতৃত্বে এ অভিযান চালানো হয়।
আরও পড়ুন : সিটি করপোরেশনে দুই ম্যাজিস্ট্রেটের চিরুনি অভিযান, ধরা খেল চুনোপুঁটিও
সংশ্লিষ্ট সূত্রে জানা যায়, বায়েজিদ লিংক রোডের দুপাশের ফুটপাত ও কেজিডিসিএলের পাইপলাইনের ওপর গড়ে উঠেছে কয়েকশ ঘরবাড়ি। এসব ঘরবাড়িতে ঝুঁকিপূর্ণভাবে বসবাস করছেন কয়েক হাজার মানুষ। বড় ধরনের ক্ষয়ক্ষতি এড়াতে সিডিএ, পরিবেশ অধিদপ্তর, চসিক ও কেজিডিসিএলের যৌথ অভিযানে শতাধিক অবৈধ স্থাপনা উচ্ছেদ করা হয়েছে।