নকশা বহির্ভূত ভবনের বিরুদ্ধে নগরের ৩ স্পটে অভিযান চালিয়েছে চট্টগ্রাম উন্নয়ন কর্তৃপক্ষ (সিডিএ)। এ সময় ৬টি ভবনের অননুমোদিত অংশ ভাঙা হয়। একইসঙ্গে করা হয় জরিমানা।
বৃহস্পতিবার (৪ জুলাই) সকালে নগরের আগ্রাবাদ এক্সেস রোড, গোসাইলডাঙ্গা ও হালিশহর এলাকায় এ অভিযান চালানো হয়। অভিযানে নেতৃত্ব দেন সিডিএর স্পেশাল মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট (যুগ্ম জেলা ও দায়রা জজ) মো. নজরুল।
আরও পড়ুন : বুলডোজার গুঁড়িয়ে দিল শুধু এক স্পটেই, সিডিএর দায়সারা মনোভাব, নাকি অন্য কিছু?
অভিযানে উপস্থিত ছিলেন সিডিএর অথরাইজড অফিসার-২ মো. তানজিব হোসেন, সহকারী অথরাইজড অফিসার মো. ওসমান, অথরাইজড অফিসার মো. হামিদুল হকসহ ইমারত পরিদর্শকরা।
জানা যায়, অভিযানে বিভিন্ন ভবন মালিকে জরিমানা করা হয় এবং নিজ খরচে অননুমোদিত অংশ ভেঙে ফেলার নির্দেশ দেওয়া হয়।
এ বিষয়ে সিডিএর স্পেশাল মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মো. নজরুল বলেন, আজকের অভিযানে ছয়টি ভবনের অননুমোদিত অংশ ভাঙার পাশাপাশি জরিমানা করা হয়েছে। চট্টগ্রাম শহরকে বাসযোগ্য করতে এ অভিযান অব্যাহত থাকবে। এখানে কাউকে আইন লঙ্ঘন করে ভবন নির্মাণ করতে দেওয়া হবে না। যারা নকশা বহির্ভূত ভবন নির্মাণ করেছেন তাদের নিজ নিজ দায়িত্বে ভেঙে ফেলার আহ্বান জানান তিনি।
আলোকিত চট্টগ্রাম