চট্টগ্রামে ৩ স্পটে অভিযান—কারো কারচুপি সবিজতেও, কারো ওষুধে

চট্টগ্রামের ৩ স্পটে অভিযানে ধরা পড়েছে ৫ প্রতিষ্ঠান। এদের কেউ সবজি বিক্রেতা, আবার কেউ ওষুধ ব্যবসায়ী।

বৃহস্পতিবার (২৬ সেপ্টেম্বর) নগরের আসকার দীঘির পাড় বাজার, আন্দরকিল্লা ও লালদীঘি পাড় এলাকায় এ অভিযান চালায় জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর।

অভিযানে নেতৃত্ব দেন অধিদপ্তরের চট্টগ্রাম বিভাগীয় কার্যালয়ের উপপরিচালক ফয়েজ উল্যাহ। এসময় উপস্থিত ছিলেন সহকারী পরিচালক (মেট্রো) মো. আনিছুর রহমান, সহকারী পরিচালক রানা দেব নাথ ও চট্টগ্রাম জেলা কার্যালয়ের সহকারী পরিচালক নাসরিন আক্তার।

আরও পড়ুন : চাক্তাইয়ে কেমিক্যালে পচা সুপারি হয়ে যায় তাজা!

অভিযানে আসকার দীঘির বাজারে অতিরিক্ত দামে সবজি বিক্রি এবং দোকানে মূল্য তালিকা প্রদর্শন না করায় জলিলের সবজির দোকান ও জাহিদের সবজির দোকানকে ২ হাজার টাকা করে জরিমানা করা হয়।

একই অভিযানে পণ্যের মোড়ক-বিধি অনুসরণ না করা এবং স্যাম্পল ওষুধ বিক্রির দায়ে আন্দরকিল্লা এলাকার উষা ফার্মেসিকে ৪ হাজার টাকা জরিমানা করা হয়। এছাড়া মেয়াদোউত্তীর্ণ ওষুধ ও নির্ধারিত মূল্যের চেয়ে বেশি মূল্যে ওষুধ বিক্রি করায় কে সি দে রোডের মেসার্স নিউ পপুলার ফার্মেসি ও ইজি ওয়ান ফার্মেসিকে ১৫ হাজার টাকা করে জরিমানা করা হয়।

এ বিষয়ে উপপরিচালক ফয়েজ উল্যাহ বলেন, আজকের অভিযানে কাজির দেউড়ি বাজার, আন্দরকিল্লা ও কে সি দে রোড এলাকায় বিভিন্ন অনিয়ম ও অপরাধের কারণে ৫ প্রতিষ্ঠানের কাছ থেকে ৩৮ হাজার টাকা জরিমানাসহ সতর্ক করা হয়েছে।

আরবি/আলোকিত চট্টগ্রাম

যখনই ঘটনা, তখনই আপডেট পেতে, গ্রাহক হয়ে যান এখনই!

ksrm