চট্টগ্রামে ২ দিন যেভাবে চলবে কারফিউ

চট্টগ্রামে কারফিউ শিথিলের ঘণ্টা দিন দিন বাড়ছে। এবার টানা দুদিন ১৬ ঘণ্টা বাড়ানো হয়েছে কারফিউ শিথিলের সময়সীমা। আগামী সোমবার ও মঙ্গলবার (২৯ ও ৩০ জুলাই) সকাল ৬টা থেকে রাত ১০টা পর্যন্ত কারফিউ শিথিল থাকবে। ১৬ ঘণ্টা বিরতি দিয়ে পুনরায় কারফিউ বলবৎ হবে। এর আগে রোববার ১৫ ঘণ্টা কারফিউ শিথিল করা হয়েছিল।

রোববার (২৮ জুলাই) রাতে চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশ (সিএমপি) ও জেলা প্রশাসন থেকে এ তথ্য জানানো হয়।

আরও পড়ুন : ৩ দিন যেভাবে চলবে সরকারি অফিস ও ব্যাংক লেনদেন

বিষয়টি নিশ্চিত করে চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশের মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশন্স বিভাগের অতিরিক্ত উপপুলিশ কমিশনার (এডিসি) কাজী মো. তারেক আজিজ আলোকিত চট্টগ্রামকে বলেন, আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক অবস্থায় ফিরে আসায় কারফিউ শিথিলের সময় বাড়ানো হচ্ছে। আগামী দুদিন (সোমবার ও মঙ্গলবার) আরও এক ঘণ্টা বাড়ানোর সিদ্ধান্ত নেওয়া হয়েছে। ওই দুদিন কারফিউ ১৬ ঘণ্টা শিথিল থাকবে। এরপর পুনরায় কারফিউ বলবৎ হবে।

প্রসঙ্গত, কোটা সংস্কার আন্দোলন ঘিরে সহিংসতা-সংঘাত ছড়িয়ে পড়লে গত ১৯ জুলাই রাতে সারাদেশে কারফিউ জারি করে সেনা মোতায়েনের সিদ্ধান্ত নেয় সরকার। ২১ থেকে ২৩ জুলাই পর্যন্ত ছিল সাধারণ ছুটি।

আরবি/আলোকিত চট্টগ্রাম

যখনই ঘটনা, তখনই আপডেট পেতে, গ্রাহক হয়ে যান এখনই!

ksrm