চট্টগ্রামে ১-এর ঘরে করোনা

চট্টগ্রামে গত ২৪ ঘণ্টায় করোনা আক্রান্ত রোগী কমেছে। এ সময়ে ৭৮ নমুনা পরীক্ষায় মাত্র একজনের করোনা শনাক্ত হয়েছে। শনাক্তের হার ১ দশমিক ২৮ শতাংশ।

সর্বশেষ ২৪ ঘণ্টায় আক্রান্ত ব্যক্তি নগরের বাসিন্দা। এছাড়া এ সময়ে ভাইরাসটিতে আক্রান্ত হয়ে কেউ মারা যায়নি।

শুক্রবার (২৮ অক্টোবর) চট্টগ্রাম সিভিল সার্জন কার্যালয় থেকে প্রকাশিত প্রতিবেদনে এ তথ্য উঠে আসে। এদিন ১০ ল্যাবে ৭৮ নমুনা পরীক্ষা করা হয়।

এখন পর্যন্ত চট্টগ্রামে করোনা আক্রান্তের সংখ্যা ১ লাখ ২৯ হাজার ৪৪৭ জন। এর মধ্যে ৯৪ হাজার ৩৮৫ জন নগরের এবং ৩৫ হাজার ৬২ জন উপজেলার। এ পর্যন্ত মৃত্যু ১ হাজার ৩৬৭। এর মধ্যে নগরে ৭৩৭ জন এবং উপজেলায় ৬৩০ জন।

এসআই/আলোকিত চট্টগ্রাম

যখনই ঘটনা, তখনই আপডেট পেতে, গ্রাহক হয়ে যান এখনই!

ksrm