চট্টগ্রামে ১৭ শতাংশের শরীরে করোনা

চট্টগ্রামে গত ২৪ ঘণ্টায় আরও ৪১ জনের করোনা শনাক্ত হয়েছে। পরীক্ষার তুলনায় শনাক্তের হার প্রায় ১৭ শতাংশ। তবে এ সময়ে ভাইরাসটিতে আক্রান্ত হয়ে কেউ মারা যাননি।

নতুন আক্রান্তদের মধ্যে ৩০ জন নগরের এবং ১১ জন উপজেলার বাসিন্দা। এর আগের দিন ৫০ জনের করোনা শনাক্ত হয়েছিল।

সোমবার (১৮ জুলাই) চট্টগ্রাম সিভিল সার্জন কার্যালয় থেকে প্রকাশিত প্রতিবেদন সূত্রে এ তথ্য জানা গেছে। এদিন ১১ ল্যাবে ২৪৭ নমুনা পরীক্ষা করা হয়। পরীক্ষার তুলনায় শনাক্তের হার প্রায় ১৬.৬ শতাংশ।

এখন পর্যন্ত চট্টগ্রামে করোনা আক্রান্তের সংখ্যা ১ লাখ ২৮ হাজার ৭৯ জন। এর মধ্যে ৯৩ হাজার ৩৪০ জন নগরের এবং ৩৪ হাজার ৭৩৯ জন উপজেলার। মোট মৃত্যু ১ হাজার ৩৬৬। এর মধ্যে নগরে ৭৩৬ জন এবং উপজেলায় ৬৩০ জন।

এসআই/আলোকিত চট্টগ্রাম
Yakub Group

যখনই ঘটনা, তখনই আপডেট পেতে, গ্রাহক হয়ে যান এখনই!