চট্টগ্রামে হাজার ছাড়াল ডেঙ্গু রোগী—যুবকের ১১ দিনের যুদ্ধের সমাপ্তি

চট্টগ্রামে হাজার ছাড়িয়েছে ডেঙ্গু আক্রান্ত রোগী। প্রতিদিন হাসপাতালে ভর্তি হচ্ছে নতুন রোগী। আক্রান্তের সঙ্গে বাড়ছে মৃত্যুও।

চলতি বছরের সেপ্টেম্বর পর্যন্ত চট্টগ্রামে ডেঙ্গু আক্রান্ত রোগীর সংখ্যা দাঁড়িয়েছে ১ হাজার ১৫১ জনে। এর মধ্যে মৃত্যু হয়েছে ১৩ জনের। আক্রান্তে এগিয়ে পুরুষেরা, আর মৃত্যুতে নারীরা।

এদিকে গত ২৪ ঘণ্টায় চট্টগ্রামে আরও ৭২ জন ডেঙ্গু আক্রান্ত হয়ে বিভিন্ন হাসপাতালে ভর্তি হয়েছেন। আক্রান্তদের মধ্যে সরকারি হাসপাতালে ৪৭ জন এবং বিভিন্ন বেসরকারি হাসপাতালে ২৫ জন ভর্তি হন। এদের মধ্যে পুরুষ ৩৪ জন, নারী ২৬ জন এবং শিশু ১২ জন।

অন্যদিকে শনিবার (২১ সেপ্টেম্বর) ডেঙ্গু আক্রান্ত আবুল হোসাইন নামে এক যুবকের মৃত্যু হয়েছে। গত ১০ সেপ্টেম্বর ডেঙ্গু আক্রান্ত হয়ে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে তিনি ভর্তি হয়েছিলেন। ১১ দিনের যুদ্ধ শেষে সেখানে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান। এর আগে ১৬ সেপ্টেম্বর চট্টগ্রামে ডেঙ্গু আক্রান্ত হয়ে উম্মে হানি আকতার (২২) নামে এক অন্তঃস্বত্ত্বা নারীর মৃত্যু হয়। গত ১১ সেপ্টেম্বর ডেঙ্গু আক্রান্ত হয়ে তিনি বেসরকারি পার্কভিউ হাসপাতালে ভর্তি হয়েছিলেন। সেখানে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান।

রোববার (২২ সেপ্টেম্বর) চট্টগ্রাম জেলা সিভিল সার্জন কার্যালয় সূত্রে এসব তথ্য জানা যায়।

আরও পড়ুন : চট্টগ্রামে ডেঙ্গু—‘ভয়ঙ্কর’ সেপ্টেম্বরে মৃত্যুতে রেকর্ড, আক্রান্তেও

সিভিল সার্জন কার্যালয়ের প্রতিবেদনে জানা যায়, চলতি বছরের ২২ সেপ্টেম্বর পর্যন্ত মোট আক্রান্ত ডেঙ্গু রোগীর সংখ্যা ১ হাজার ১৫১ জন। এর মধ্যে শুধু সেপ্টেম্বর মাসে ডেঙ্গু আক্রান্ত হয়েছে ৫৫৩ জন। মোট আক্রান্তের মধ্যে নগরে ৬৭১ জন ও উপজেলায় ৪৮০ জন। এর মধ্যে পুরুষ ৬২৩ জন, নারী ৩০৭ জন ও শিশু ২২১ জন।

প্রতিবেদনে আর জানা যায়, চলতি বছর চট্টগ্রামে ডেঙ্গু আক্রান্ত হয়ে ১৩ জনের মৃত্যু হয়েছে। এর মধ্যে সেপ্টেম্বরে মারা গেছেন ৮ জন। মৃত্যু হওয়া ১৩ জনের মধ্যে ৩ জন পুরুষ, ৮ জন নারী ও ২ জন শিশু।

এদিকে নগরের পাশাপাশি উপজেলায় বাড়ছে ডেঙ্গু আক্রান্ত রোগীর সংখ্যা। তবে উপজেলায় এখনও কারো মৃত্যু হয়নি।

সিভিল সার্জন কার্যালয়ের তথ্য অনুযায়ী, ১৫ উপজেলায় এখন পর্যন্ত ডেঙ্গু আক্রান্ত রোগীর সংখ্যা ৪৮০ জন। এর মধ্যে লোহাগাড়ায় ১৫২ জন, সাতকানিয়ায় ৬৬ জন, বাঁশখালীতে ২৪ জন, আনোয়ারায় ২১ জন, চন্দনাইশে ৩২ জন, পটিয়ায় ২১ জন, বোয়ালখালীতে ২৭ জন, রাঙ্গুনিয়ায় ১৭ জন, রাউজানে ১৬ জন, ফটিকছড়িতে ১৫ জন, হাটহাজারীতে ১৯ জন, সীতাকুণ্ডে ৪১ জন, মিরসরাইয়ে ১৩ জন, সন্দ্বীপে ৭ জন এবং কর্ণফুলী উপজেলায় ৯ জন।

প্রসঙ্গত, চট্টগ্রামে ২০২১ সালে ডেঙ্গু আক্রান্ত হয়েছিল ২৭১ জন, ২০২২ সালে ৫ হাজার ৪৪৫ জন এবং ২০২৩ সালে ১৪ হাজার ৮৭ জন। ২০২১ সালে মারা গিয়েছিল ৫ জন, ২০২২ সালে ৪১ জন এবং ২০২৩ সালে ১০৭ জন।

আরবি/আলোকিত চট্টগ্রাম

যখনই ঘটনা, তখনই আপডেট পেতে, গ্রাহক হয়ে যান এখনই!

ksrm