চট্টগ্রামে হরতালের আগেই হঠাৎ বাসে আগুন

আগামীকাল রোববার (১৯ নভেম্বর) থেকে বিএনপি-জামায়াতের ডাকা ৪৮ ঘণ্টার হরতাল শুরুর আগেই চট্টগ্রামে একটি মিনিবাসে (চট্ট মেট্টো-১১-২৪২১) আগুন দেওয়ার ঘটনা ঘটেছে। তবে এ ঘটনায় হতাহতের খবর পাওয়া যায়নি।

শনিবার (১৮ নভেম্বর) রাত ৯টার দিকে নগরের বহদ্দারহাটের চান্দগাঁও আবাসিক এলাকার সামনে এ ঘটনা ঘটে। ঘটনার সময় বাসটিতে কোনো যাত্রী ছিল না।

আরও পড়ুন : সরকারের পদত্যাগ দাবিতে দেশজুড়ে ফের ২ দিনের হরতাল

এদিকে খবর পেয়ে রাত সাড়ে ৯টার দিকে আগুন নিয়ন্ত্রণে আনে কালুরঘাট ফায়ার স্টেশনের সদস্যরা।

যোগাযোগ করা হলে কালুরঘাট ফায়ার স্টেশনের সিনিয়র স্টেশন অফিসার বাহারউদ্দিন বলেন, খবর পেয়ে আমাদের একটি ইউনিট ঘটনাস্থলে গিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে। তবে ওইসময় বাসে কোনো যাত্রী ছিল না।

আরবি/আলোকিত চট্টগ্রাম

যখনই ঘটনা, তখনই আপডেট পেতে, গ্রাহক হয়ে যান এখনই!

ksrm