চট্টগ্রামের কর্ণফুলীতে এক হাজার পিস ইয়াবাসহ মো. রিফাত (১৯) নামে এক যুবককে আটক করেছে পুলিশ।
বুধবার (২৯ জানুয়ারি) বিকেল পৌনে ৫টার দিকে উপজেলার মইজ্জ্যারটেক ফরহাদ হোটেলের সামনে থেকে তাকে আটক করা হয়।
রিফাত কক্সবাজার জেলা সদরের নয়াপাড়া বাংলা বাজার এলাকার আবদুর রহিমের ছেলে।
আরও পড়ুন : কিশোরী মেয়েকে নিয়ে ইয়াবার বাণিজ্য করেন বিবিজান
পুলিশ জানায়, রিফাত ইয়াবাসহ মইজ্জ্যারটেক এলাকায় অবস্থানের খবরে সেখানে অভিযান চালিয়ে তাকে আটক করা হয়। এসময় তার কাছ থেকে এক হাজার পিস ইয়াবা উদ্ধার করা হয়।
কর্ণফুলী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মু. শরীফ আলোকিত চট্টগ্রামকে বলেন, ইয়াবাসহ যুবককে আটক করা হয়েছে। তার বিরুদ্ধে মাদক আইনে মামলার পর আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।
জেজে/আরবি