স্বাস্থ্যসেবায় ইতোমধ্যে আস্থার জায়গা করে নিয়েছে পার্কভিউ হসপিটাল। এবার আরও একটি মাইলফলক স্পর্শ করল এ সেবা প্রতিষ্ঠানটি। চট্টগ্রামে প্রথম আইএসও স্বীকৃত মেডিকেল ল্যাবরেটরি স্বীকৃতি পেয়েছে পার্কভিউ হসপিটাল অ্যান্ড ডায়াগনস্টিক সেন্টার। এটি আন্তর্জাতিক মানসম্পন্ন ল্যাবরেটরি স্বীকৃতি প্রদানকারী সংস্থা ইন্টারন্যাশনাল ল্যাবরেটরি অ্যাক্রেডিটেশন কো-অপারেশনের (আইএলএসি) অধীন বাংলাদেশ অ্যাক্রেডিটেশন বোর্ড (বিএবি) অনুমোদিত।
এ উপলক্ষে বৃহস্পতিবার (৩০ জানুয়ারি) বিএবি মিলনায়তনে এক অনুষ্ঠানের আয়োজন করা হয়। এতে পার্কভিউ হসপিটালের ব্যবস্থাপনা পরিচালক ডা. এটিএম রেজাউল করিমের হাতে এ সনদ তুলে দেন বিএবির মহাপরিচালক (অতিরিক্ত সচিব) মো. আনোয়ারুল আলম। এ সময় উপস্থিত ছিলেন ল্যাব ডিরেক্টর ডা. মাহাবুবুর রহমান চৌধুরী, বায়োকেমিস্ট্রি কনসালট্যান্ট ও কোয়ালিটি ম্যানেজার ডা. প্রসূন বড়ুয়াসিহ বিএবির ঊর্ধ্বতন কর্মকর্তারা।
এদিকে এ অর্জনের ফলে পার্কভিউ হসপিটালের মেডিকেল ল্যাবরেটরির রিপোর্ট আন্তর্জাতিক মানসম্পন্ন হিসেবে বিশ্বব্যাপী স্বীকৃত হবে এবং রোগ নির্ণয়ে আরও নির্ভুলতা ও বিশ্বাসযোগ্যতা নিশ্চিত করবে। বাংলাদেশে এ পর্যন্ত মাত্র ৮টি মেডিকেল ল্যাবরেটরি আইএসও ১৫১৮৯:২০১২ অ্যাক্রেডিটেশন পেয়েছে, যার মধ্যে অন্যতম পার্কভিউ হসপিটাল অ্যান্ড ডায়াগনস্টিক সেন্টার।
এই স্বীকৃতি অর্জনের জন্য গত ৭ বছর ধরে পার্কভিউ হসপিটাল আন্তর্জাতিক মেডিকেল ল্যাবরেটরি স্ট্যান্ডার্ড (আইএসও ১৫১৮৯:২০১২)-এর সব গাইডলাইন ও নির্দেশনা অনুসরণ করে নিরলস চেষ্টা চালিয়ে আসছিল। এমন অর্জন পার্কভিউ হসপিটালের পাশাপাশি চট্টগ্রামের স্বাস্থ্যসেবার গুণগত মান আরও সমৃদ্ধ করবে এবং রোগীদের সঠিক চিকিৎসা নিশ্চিত করতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে সচেতন মহল মনে করে।
আলোকিত চট্টগ্রাম