চট্টগ্রামে শিশুকে বলাৎকার করা শাহ আলমের যাবজ্জীবন কারাদণ্ড

বরই কুড়াতে যাওয়া ১১ বছর বয়সী এক শিশুকে বলাৎকারের দায়ে ফটিকছড়ির শাহ আলমকে (৫০) যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছেন আদালত।

সোমবার (১৫ জুলাই) চট্টগ্রাম নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনাল-৭ এর বিচারক ফেরদৌস আরা এ রায় দেন।

দণ্ডিত শাহ আলম চট্টগ্রামের ফটিকছড়ি উপজেলার ভুজপুর থানার পূর্ব চাঁনপুর ৩ নম্বর নয়ারহাট ইউনিয়ন উত্তর ধলিয়াপাড়ার মৃত মনু মিয়ার ছেলে।

এদিকে বলাৎকারের এটিই দেশের প্রথম সাজা বলে জানান ট্রাইব্যুনাল পিপি খন্দকার আরিফুল আলম। তিনি আলোকিত চট্টগ্রামকে বলেন, এগারো বছর বয়সী মাদ্রাসা পড়ুয়া শিক্ষার্থীকে বলাৎকারের দায়ে আসামিকে যাবজ্জীবন কারাদণ্ড, এক লাখ টাকা অর্থদণ্ড এবং অনাদায়ে আরও এক বছরের সশ্রম কারাদণ্ড দিয়েছেন আদালত। রায় ঘোষণার সময় আসামিকে জেলা কারাগার থেকে আদালতে উপস্থিত রাখা হয়।

আরও পড়ুন : চট্টগ্রামে মাদ্রাসায় ছাত্রকে বলাৎকার করে মুফতি ইসহাক

তিনি আরও বলেন, ধারণা মতে, বাংলাদেশে বলাৎকারের এটিই প্রথম রায়। এর আগে দেশের আর কোনো আদালতে এমন রায় হয়েছে বলে মনে হয় না।

মামলার অভিযোগ থেকে জানা যায়, ২০২১ সালের ১৮ ফেব্রুয়ারি দুপুর সাড়ে ৩টার দিকে শাহ আলমের বাড়িতে বরই কুড়াতে যায় ভিকটিম শিশু। এসময় ওই শিশুকে আরও বেশি বড়ই দেওয়ার কথা বলে ঘরে নিয়ে বলাৎকার করেন দণ্ডিত আসামি শাহ আলম।

পরে শিশুটি নিজের ঘরে এসে বাবা-মাকে বিষয়টি জানালে তারা এলাকাবাসীকে সঙ্গে নিয়ে শাহ আলমকে আটক করে পুলিশে দেয়। একইদিন আসামির বিরুদ্ধে ভুজপুর থানায় মামলা করেন শিশুর বাবা।

মামলার তদন্ত কর্মকর্তা তদন্ত শেষে চার্জশিট দেওয়ার পর আসামির বিরুদ্ধে বিচারিক কার্যক্রম শুরুর নির্দেশ দেন আদালত। এতে ১২ জন সাক্ষীর মধ্যে সাতজনের সাক্ষ্য উপস্থাপন করে রাষ্ট্রপক্ষ। এতে সাক্ষী দেন শিশুর শারীরিক পরীক্ষা করা ডাক্তার, জবানবন্দি নেওয়া ম্যাজিস্ট্রেট ও মামলা তদন্ত করা পুলিশ কর্মকর্তা।

আরএস/আরবি

যখনই ঘটনা, তখনই আপডেট পেতে, গ্রাহক হয়ে যান এখনই!

ksrm