চট্টগ্রামে শিবিরের ঝটিকা মিছিল, মুরাদপুরে পুলিশের জালে ৪

নগরের মুরাদপুর এলাকায় শিবিরের ঝটিকা মিছিল থেকে চার কর্মীকে গ্রেপ্তার করেছে পুলিশ।

শুক্রবার (২৮ অক্টোবর) সকাল সাড়ে ৭টার দিকে ষোলশহর রেলস্টেশন থেকে মিছিল শুরু হয়ে মুরাদপুর এলাকায় এলে পুলিশের ধাওয়ায় ছত্রভঙ্গ হয়ে পড়ে। এ সময় বিভিন্ন গলি থেকে তাদের আটক করা হয়।

গ্রেপ্তাররা হলেন— ফাহিম (২১), তারেক আহমদ (১৮), তৌহিদুল ইসলাম (১৮) ও মো. নূরুল ইসলাম পারভেজ (২২)।

পাঁচলাইশ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নাজিম উদ্দিন মজুমদার আলোকিত চট্টগ্রামকে বলেন, শিবিরের ঝটিকা মিছিল থেকে চারজনকে গ্রেপ্তার করা হয়েছে। তাদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়া হচ্ছে।

এসআই/আলোকিত চট্টগ্রাম

যখনই ঘটনা, তখনই আপডেট পেতে, গ্রাহক হয়ে যান এখনই!

ksrm