চট্টগ্রামে ‘শঙ্কা’ বাড়িয়ে বাড়ছে করোনা, নেই স্বাস্থ্যবিধি

চট্টগ্রামে ‘শঙ্কা’ বাড়িয়ে বাড়ছে করোনা। প্রতিদিনই বাড়ছে করোনার সংক্রমণ। এরপরও কোথাও স্বাস্থ্যবিধি মানার কোনো লক্ষণ নেই। গত ২৪ ঘণ্টায় চট্টগ্রামে নতুন করে ২৩ জন করোনা আক্রান্ত হয়েছেন। এর মধ্যে ১৫ জন নগরের বাসিন্দা এবং বাকি ৮ জন বিভিন্ন উপজেলার।

করোনার চিত্র পর্যালোচনা করলে দেখা যায়, গত এক সপ্তাহ ধরেই পর্যায়ক্রমে বেড়েছে করোনা শনাক্তের হার। আগের দিন আক্রান্তের সংখ্যা ছিল ১৬।

সোমবার (৩ জানুয়ারি) সকালে চট্টগ্রাম সিভিল সার্জন কার্যালয় থেকে প্রকাশিত প্রতিবেদনে বলা হয়, গত ২৪ ঘণ্টায় চট্টগ্রামের ১২ ল্যাবে ১ হাজার ৪৬৭ নমুনা পরীক্ষা করা হয়। এর মধ্যে ২৩ জনের দেহে করোনার জীবাণু শনাক্ত হয়। পরীক্ষার তুলনায় সংক্রমণের হার ১‌ দশমিক ৫৭ শতাংশ।

আরও পড়ুন: বছরের শুরুতেই চট্টগ্রামে বাড়ল করোনা

গত ২৪ ঘণ্টায় চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় ল্যাবে ১ জন, ফৌজদারহাট বিআইটিআইডি ল্যাবে ৩ জন, চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতাল ল্যাবে ২ জন, অ্যান্টিজেন টেস্টে ২ জন, ইমপেরিয়াল হাসপাতাল ল্যাবে ১ জন, শেভরন হাসপাতাল ল্যাবে ৩ জন, চট্টগ্রাম মা ও শিশু হাসপাতাল ল্যাবে ১ জন, জেনারেল হাসপাতাল আরটিআরএল ল্যাবে ১ জন, মেডিকেল সেন্টার হাসপাতাল ল্যাবে ৩ জন, ইপিক হেলথকেয়ার ল্যাবে ১ জন এবং মেট্রোপলিটন হাসপাতাল ল্যাবে ৫ জন নতুন করোনা রোগী শনাক্ত হন।

এর মধ্যদিয়ে চট্টগ্রামে শনাক্তের সংখ্যা হলো ১ লাখ ২ হাজার ৬৮১ জন। করোনায় আক্রান্ত হয়ে গত ২৪ ঘণ্টায় কারও মৃত্যু হয়নি। চট্টগ্রামে এ পর্যন্ত মৃত্যু হয়েছে এক হাজার ৩৩২ জনের।

এসি

যখনই ঘটনা, তখনই আপডেট পেতে, গ্রাহক হয়ে যান এখনই!