চট্টগ্রাম মহানগর ছাত্রদলের সদস্য সচিব শরিফুল ইসলাম তুহিনকে গ্রেপ্তার করেছে খুলশী থানা পুলিশ।
বুধবার (৩১ আগস্ট) রাত সোয়া ৯টার দিকে নগরের হোটেল রেডিসন ব্লুর সামনে থেকে তাকে গ্রেপ্তার করা হয়।
আরও পড়ুন: মধ্যরাতে নাশকতার প্রস্তুতির সময় দলবলসহ ধরা পড়ল ছাত্রদল নেতা
বিষয়টি নিশ্চিত করে খুলশী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সন্তোষ কুমার চাকমা বলেন, শরিফুল ইসলাম তুহিনের বিরুদ্ধে তিনটি গ্রেপ্তারি পরোয়ানা রয়েছে। আজ (বৃহস্পতিবার) তাকে আদালতে পাঠানো হয়েছে।
এ বিষয়ে মহানগর বিএনপির সদস্য সচিব আবুল হাশেম বক্কর আলোকিত চট্টগ্রামকে বলেন, বর্তমান ক্ষমতাসীন গোষ্ঠী জনগণ থেকে সম্পূর্ণ বিচ্ছিন্ন হয়ে পড়েছে। তাই আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে দিয়ে বিরোধীদলীয় নেতাকর্মীদের ধারাবাহিকভাবে গুম ও গ্রেপ্তার করা হচ্ছে। এরই অংশ হিসেবে শরিফুল ইসলাম তুহিনকে গ্রেপ্তার করা হয়েছে।