চট্টগ্রামে যুবক খুন—নেপথ্যে পরকীয়া, টার্গেটে ৩ বন্ধু

চট্টগ্রামে বন্ধুর হাতে খুন হয়েছেন বন্ধু। খুনের নেপথ্যে বন্ধুর স্ত্রীর সঙ্গে পরকীয়ার সন্দেহ। এ ঘটনায় গ্রেপ্তার করা হয়েছে একজনকে।

নগরের ইপিজেড থানার আকমল আলী রোড বালুর মাঠ এলাকায় মঙ্গলবার (১২ মার্চ) রাতে খুন হন মো. আইয়ুব নবী সাগর (২৬)। তিনি স্থানীয় একটি রেস্টুরেন্টে কাজ করতেন।

ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন বন্দর জোনের উপপুলিশ কমিশনার (ডিসি) মো. বদরুল আলম মোল্লা।

ইপিজেড থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আখতারুজ্জামান জানান, রাতে স্থানীয়রা বালুর মাঠ এলাকায় ছুরিকাহত এক যুবককে উদ্ধার করে। এরপর তাকে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন। পরে নিহতের পরিবার লাশ শনাক্ত করে।

নিহতের ভাই আহাম্মদ নবী অভিযোগ করে বলেন, সিজান, সাইমন ও সাকিব মিলে ছুরিকাঘাতে খুন করেছে তার ভাই আইয়ুব নবীকে।

এদিকে প্রাথমিক তদন্তে পুলিশ জানতে পারে আইয়ুব নবীর সঙ্গে তার বন্ধু সাইমনের স্ত্রীর পরকীয়ার সন্দেহ থেকেই এ খুন। ঘটনার পরপরই সিজানকে আটক করা হয়েছে। তবে সাইমন ও সাকিব এখনো পলাতক।

পুলিশ জানায়, ঘটনার বিস্তারিত জানতে আটক সিজানকে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। অভিযান চলছে পলাতক অন্য অভিযুক্তদের গ্রেপ্তারে।

পুলিশ আরও জানায়, প্রেমঘটিত দ্বন্দ্বের জেরে বন্ধুর হাতে বন্ধু খুনের এ ঘটনা নিয়ে তারা আরও তদন্ত চালিয়ে যাচ্ছে। এ খুনের সঙ্গে আরও কেউ কেউ জড়িত আছে কিনা তা নিশ্চিত হতে সিসিটিভি ফুটেজ নেওয়া হচ্ছে। একইসঙ্গে স্থানীয়দের সঙ্গেও কথা বলছে পুলিশ।

জেজে/আলোকিত চট্টগ্রাম

যখনই ঘটনা, তখনই আপডেট পেতে, গ্রাহক হয়ে যান এখনই!

ksrm