চট্টগ্রামে যুবকের লাশ, হাত-পা বাঁধা—মুখে স্কচটেপ

চট্টগ্রাম নগরের খুলশীর রেলওয়ে পাহাড়তলী ওয়ার্কসপ গেট সংলগ্ন এলাকা থেকে হাত-পা বাঁধা ও মুখে স্কচটেপ লাগানো অজ্ঞাত এক যুবকের লাশ উদ্ধার করেছে পুলিশ।

রোববার (১২ জানুয়ারি) সকাল সাড়ে ৮টার দিকে লাশটি উদ্ধার করা হয় বলে নিশ্চিত করেছেন খুলশী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মজিবুর রহমান।

পুলিশ জানায়, নিহত ব্যক্তির বয়স আনুমানিক ৪৮ থেকে ৫০ বছর। তার মুখে স্কচটেপ এবং হাত-পা রশি দিয়ে বাঁধা অবস্থায় পাওয়া গেছে।

ওসি মজিবুর রহমান বলেন, খবর পেয়ে সকালে ঘটনাস্থলে গিয়ে লাশটি উদ্ধার করা হয়েছে। প্রাথমিক তদন্ত চলছে এবং নিহতের পরিচয় শনাক্তে কাজ করা হচ্ছে। ঘটনাটি খতিয়ে দেখছে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী।

ওসি বলেন, লাশটি ময়নাতদন্তের জন্য চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। ঘটনার কারণ এবং এর সঙ্গে জড়িতদের শনাক্তে তদন্ত চলছে।

জেজে/আলোকিত চট্টগ্রাম

যখনই ঘটনা, তখনই আপডেট পেতে, গ্রাহক হয়ে যান এখনই!

ksrm