চট্টগ্রামে মোবাইল—মানিব্যাগ ছাড়া কিছুই নেওয়া যাবে না স্টেডিয়ামে

জিম্বাবুয়ে জাতীয় ক্রিকেট দল ও দক্ষিণ আফ্রিকার ইমার্জিং পুরুষ ও নারী দলের সফর উপলক্ষে সমন্বয় সভা করেছে চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশ (সিএমপি)।

বৃহস্পতিবার (১৭ এপ্রিল) দুপুর সাড়ে ৩টায় সিএমপির পুলিশ সদর দপ্তরের সম্মেলন কক্ষে এ সভা অনুষ্ঠিত হয়। এতে সভাপতিত্ব করেন সিএমপির অতিরিক্ত পুলিশ কমিশনার মো. হুমায়ুন কবির।

হুমায়ুন কবির জানান, নিরাপত্তার স্বার্থে স্টেডিয়ামে মোবাইল ও মানিব্যাগ ছাড়া অন্য কিছু আনা যাবে না। ভ্যানিটি ব্যাগ, লাঠি, পাথর, বোতল, বক্সসহ সবকিছু নিষিদ্ধ।

আরও পড়ুন : চট্টগ্রামে সাতসকালে যুবলীগের ঝটিকা মিছিল, সন্ধ্যার আগেই পুলিশের জালে ৫

সভায় আসন্ন ক্রিকেট ম্যাচকে ঘিরে সিএমপির নেওয়া নিরাপত্তা ব্যবস্থা ও নির্দেশনা উপস্থাপনের পাশাপাশি খেলা সুষ্ঠু ও নির্বিঘ্ন রাখতে নগরবাসীর সহযোগিতা এবং নিরাপত্তা নির্দেশনা মেনে চলতে অনুরোধ জানান তিনি।

এ সময় উপস্থিত ছিলেন অতিরিক্ত ডিআইজি পদে পদোন্নতিপ্রাপ্ত উপপুলিশ কমিশনার (সদর) মু. ফয়সাল আহম্মেদ, উপপুলিশ কমিশনার (পশ্চিম) হোসাইন মো. কবির ভূইয়াসহ সিএমপির ঊর্ধ্বতন কর্মকর্তা, সেনাবাহিনী, জেলা প্রশাসন, র‌্যাব-৭, ডিজিএফআই, রেলওয়ে পুলিশ, এপিবিএন, এনএসআই, সিভিল সার্জন, ফায়ার সার্ভিস, ওয়াসা, বিসিবি, বিআরটিএ, বিটিসিএল, সিভিল এভিয়েশন ও ভেন্যু ম্যানেজার প্রতিনিধিরা।

জেজে/আরবি

যখনই ঘটনা, তখনই আপডেট পেতে, গ্রাহক হয়ে যান এখনই!

ksrm