নগরের বায়েজিদ এলাকায় মায়ের সঙ্গে রাস্তা পার হওয়ার সময় ব্যাটারিচালিত রিকশা চাপায় মুনতাহা (৭) নামে এক শিশু নিহত হয়েছে। এ ঘটনায় রিকশা চালক মো. মামুনকে (৪২) গ্রেপ্তার করা হয়েছে। নিহত মুনতাহা ফেনীর মো. সুজনের মেয়ে।
আরও পড়ুন: প্রাইভেট পড়তে যাচ্ছিল শিশু নিশাত, চাপা দিয়ে পালিয়ে গেল বাস
সোমবার (৫ সেপ্টেম্বর) রাত ১০টায় টেক্সটাইল গেটের গ্রিনভিউ আবাসিক এলাকার আল আমিন মসজিদের সামনে এ দুর্ঘটনা ঘটে।
স্থানীয়দের বরাত দিয়ে পুলিশ জানায়, সোমবার রাতে মায়ের সঙ্গে রাস্তা পার হওয়ার সময় বিপরীত দিক থেকে আসা দ্রুতগতির ব্যাটারিচালিত রিকশা মুনতাহাকে ধাক্কা দেয়। পরে সেখান থেকে তাকে উদ্ধার করে চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
যোগাযোগ করা হলে বায়েজিদ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ফেরদৌস জাহান আলোকিত চট্টগ্রামকে বলেন, এ ঘটনায় নিহত শিশুর পরিবার মামলা দায়ের করলে অভিযুক্ত রিকশা চালক মামনুকে গ্রেপ্তার করা হয়েছে। আজ (মঙ্গলবার) তাকে আদালতে পাঠানো হয়েছে।
এনইউএস/এসআর