চট্টগ্রামে মাদ্রাসায় ছাত্রকে বলাৎকার করে মুফতি ইসহাক

ছাত্রকে বলাৎকারের অভিযোগে শুলকবহর জামেয়া মাদানিয়া কাশিফুল উলূম মাদ্রাসার শিক্ষক মুফতি মো. ইসহাককে (৪০) আটক করা হয়েছে। রোববার (৩০ অক্টোবর) মাদ্রাসায় অভিযান চালিয়ে তাকে আটক করে পুলিশ।

আটক মো. ইসহাক কক্সবাজারের উখিয়া থানার হলুদিয়া পালং ইউনিয়নের ৫ নং ওয়ার্ড হাজীপাড়ার আব্দুল মাজেদের ছেলে।

জানা যায়, নোয়াখালীর সোইমুড়ি এলাকার এক ব্যক্তি নাতিকে আলেম বানানোর উদ্দেশ্যে পাঁচলাইশ মডেল থানার শুলকবহর জামেয়া মাদানিয়া কাশিফুল উলুম মাদ্রাসায় প্রথম শ্রেণিতে ভর্তি করেন। কিন্তু মাদ্রাসার শিক্ষক মুফতি ইসহাক তাকে বিভিন্ন সময় বলাৎকার করে আসছিল। এভাবে গত ২৯ অক্টোবর দুপুর ৩টার দিকে তাকে মসজিদের তৃতীয় তলায় নিয়ে আবারো বলাৎকার করেন।

পরে বিষয়টি শিক্ষার্থী তার পরিবারকে জানালে তারা পাঁচলাইশ থানায় অভিযোগ করেন। অভিযোগের ভিত্তিতে মাদ্রাসায় অভিযান চালিয়ে ওই শিক্ষককে আটক করা হয়।

পাঁচলাইশ থানার এসআই এনামুল হক আলোকিত চট্টগ্রামকে বলেন, পরিবারের অভিযোগের ভিত্তিতে অভিযুক্ত শিক্ষককে মাদ্রাসা থেকে আটক করা হয়েছে। তাকে আদালতে পাঠানোর পক্রিয়া চলছে।

সিএম/এসআই

যখনই ঘটনা, তখনই আপডেট পেতে, গ্রাহক হয়ে যান এখনই!

ksrm