চট্টগ্রামে মধ্যরাতে পাচার হচ্ছিল ইয়াবার বড় চালান

চট্টগ্রামে মধ্যরাতে ধরা পড়েছে ইয়াবার বড় চালান। ১ কোটি ৮০ লাখ টাকার ইয়াবাসহ ২ জনকে আটক করেছে ডিবি। তাদের কাছ থেকে উদ্ধার করা হয়েছে ৩৬ হাজার ইয়াবা।

শুক্রবার (১৭ জানুয়ারি) রাত ১২টার দিকে চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়কের পটিয়া কমলমুন্সির হাট এলাকায় বিশেষ চেকপোস্টে গাড়িতে তল্লাশি চালিয়ে তাদের আটক করা হয়। এসময় সাইদুর রহমান নামে একজন পালিয়ে যায়।

আটকরা হলেন— চকরিয়া উপজেলার পূর্ব বড় ভেওলা ইউনিয়নের সিকান্দারপাড়ার নুরুল হোসেনের ছেলে নাছির উদ্দীন (৪৮) এবং একই এলাকার নুরুল আমিনের ছেলে রাশিফুল ইসলাম রাহুল (১৯)। তাদের বিরুদ্ধে আজ (১৮ জানুয়ারি) মাদক আইনে মামলার পর আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।

আরও পড়ুন : সাঁতরে মিয়ানমার চলে গেল ২ পাচারকারীরা, রেখে গেল আড়াই লাখ ইয়াবা

পুলিশ জানায়, ইয়াবার বড় চালান পাচারের খবরে চট্টগ্রাম জেলা গোয়েন্দা পুলিশ উপজেলার কমল মুন্সিরহাট বাজারে পটিয়া-চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়কে অস্থায়ী চেকপোস্ট বসানো হয়। এ সময় একটি মাইক্রোবাসে তল্লাশি চালিয়ে বিশেষ কায়দায় লুকিয়ে রাখা গাড়ির দরজার ভেতর থেকে ৩৬ হাজার ইয়াবাসহ ২ জনকে আটক করা হয়। প্রাথমিক জিজ্ঞাসাবাদে আটকরা জানায়, ইয়াবার এ চালান কক্সবাজার থেকে চট্টগ্রামে পৌঁছে দেওয়ার কথা ছিল।

এ বিষয়ে ডিবি ইন্সপেক্টর মো. সাজেদুল ইসলাম আলোকিত চট্টগ্রামকে বলেন, ইয়াবার চালান আটকের ঘটনার পেছনে আর কেউ জড়িত আছে কিনা সেটি নিয়ে তদন্ত চলছে। জব্দ করা ইয়াবার বাজারমূল্য ১ কোটি ৮০ লাখ টাকা।

কেএ/আরবি

যখনই ঘটনা, তখনই আপডেট পেতে, গ্রাহক হয়ে যান এখনই!

ksrm