চট্টগ্রামে বেপরোয়া পূরবী বাসে মুহূর্তেই লাশ ভাই-বোন, বাঁচল না রিকশাচালকও

পুলিশ বাস জব্দ করলেও চালক-হেলপার উধাও

চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়কে বেপরোয়া পূরবী বাসের চাপায় দুই স্কুল শিক্ষার্থীসহ ৩ জন নিহত হয়েছেন। গুরুতর আহত হয়েছে আরও এক শিক্ষার্থী।

বৃহস্পতিবার (১৩ মার্চ) সকাল সাড়ে ৮টার দিকে চট্টগ্রামের দোহাজারিতে এ ঘটনা ঘটে। এসময় চট্টগ্রামমুখী পূববী বাসটি ব্যাটারিচালিত অটোরিকশাকে পেছন থেকে হঠাৎ চাপা দেয়।

স্থানীয় সূত্রে জানা যায়, হতাহতরা ব্যাটারি রিকশায় কোচিং পড়ার উদ্দেশ্যে যাচ্ছিল।

আরও পড়ুন : চট্টগ্রামে পানির দ্বন্দ্বে ভাইয়ের সংঘবদ্ধ হামলায় ভাই খুন

নিহতরা হলেন— ওয়াকার উদ্দীন আদিল (১২), উম্মে হাবিবা রিজভী (১৫) ও রিকশাচালক রুহুল আমিন (৪৫)।  নিহত দুই শিক্ষার্থী সম্পর্কে আপন ভাই-বোন। তারা দোহাজারী পাঠশালা পাবলিক স্কুল এন্ড কলেজের শিক্ষার্থী। তারা দোহাজারী জামিজুরি নিবাসী জসিম উদ্দিনের সন্তান।

আহত শিক্ষার্থী নবম শ্রেণির ছাত্রী কাজী ফাহমিদা ওয়াশিমা তুশিন (১৫)।

এদিকে এ ঘটনার জের ধরে বিক্ষুব্ধ জনতা মহাসড়ক অবরোধ করে। পুলিশ ঘাতক বাস জব্দ করলেও পালিয়েছে চালক ও হেলপার।

এ বিষয়ে দোহাজারী হাইওয়ে থানার অফিসার ইনজার্জ (ওসি) সুবরঞ্জন চাকমা বলেন, এ ঘটনার পর ঘাতক বাসটি জব্দ করা হয়েছে। তবে চালক ও হেলপার পালিয়ে গেছে।

আরবি/আলোকিত চট্টগ্রাম

যখনই ঘটনা, তখনই আপডেট পেতে, গ্রাহক হয়ে যান এখনই!

ksrm