চ্ট্টগ্রামের পটিয়ায় বেল্ট দিয়ে হাত, পা ও মুখ বাঁধা অবস্থায় অজ্ঞাত এক ব্যক্তির লাশ পাওয়া গেছে।
বৃহস্পতিবার (২৩ জানুয়ারি) সকালে উপজেলার কচুয়াই ইউনিয়নের আজিমপুর এলাকায় সড়কের পাশে বিল থেকে লাশটি উদ্ধার করে পুলিশ।
স্থানীয়রা জানান, আজ সকালে বিলের মধ্যে হাত, পা ও মুখ বাঁধা এক ব্যক্তির লাশ দেখতে পেয়ে থানায় খবর দিলে ঘটনাস্থলে আসে পুলিশ।
আরও পড়ুন : মিরসরাইয়ে গৃহবধূর ঝুলন্ত লাশ, বাবা বলছে ‘খুন’
এদিকে এ রিপোর্ট লেখা পর্যন্ত চট্টগ্রাম পুলিশ সুপার ও পুলিশের অপরাধ তদন্ত বিভাগ সিআইডি ঘটনাস্থলে আছে বলে জানা গেছে।
এ বিষয়ে পটিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবু জায়েদ মো. নাজমুন নুর আলোকিত চট্টগ্রামকে বলেন, ধারণা করছি তাকে হত্যা করে এখানে লাশ ফেলে গেছে খুনিরা। এ ঘটনায় তদন্ত চলছে।
আলোকিত চট্টগ্রাম