চট্টগ্রামে বাড়ছে করোনা রোগী

চট্টগ্রামে বাড়ছে করোনা রোগী। গত ২৪ ঘণ্টায় নতুন করে করোনা শনাক্ত হয়েছে আরও ৩ জনের। সবমিলিয়ে আক্রান্ত ১৭৪ জন। এখন পর্যন্ত মৃত্যু হয়েছে ৭ জনের।

শনিবার (৫ জুলাই) চট্টগ্রাম সিভিল সার্জন কার্যালয়ের প্রকাশিত প্রতিবেদনে এসব তথ্য জানা যায়।

এদিকে এর আগের ২৪ ঘণ্টায় ৬টি হাসপাতাল ও ল্যাবে ৭০ জনের করোনা পরীক্ষায় শনাক্ত হয়েছিল ৩ জন।

আরও পড়ুন : চট্টগ্রামে কমছে না করোনা

প্রতিবেদনে বলা হয়, চট্টগ্রামের ৭০ জনের নমুনা পরীক্ষায় ৩ জনের করোনা শরীরে করোনা শনাক্ত হয়। এর মধ্যে শেভরন ডায়াগনস্টিক সেন্টারে ২ জন ও মেট্রোপলিটন হাসপাতালে ১ জনের করোনা শনাক্ত হয়।

এছাড়া চলতি মাসে শনাক্ত ১৭৪ জনের মধ্যে পুরুষ ৮৬ জন, নারী ৮৮ জন ও ১ জন শিশু। করোনায় মৃত্যু হওয়া ৭ জনের মধ্যে ৩ জন পুরুষ ও ৪ জন নারী।

আরবি/আলোকিত চট্টগ্রাম

যখনই ঘটনা, তখনই আপডেট পেতে, গ্রাহক হয়ে যান এখনই!

ksrm