চট্টগ্রামে ডেঙ্গু আক্রান্ত ২ নারীর মৃত্যু হয়েছে। তারা আক্রান্ত হয়ে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন ছিলেন। এ নিয়ে চলতি মাসে ডেঙ্গুতে মারা গেলেন ৪ জন। সবমিলিয়ে চলতি বছর মারা গেছেন ৯ জন। মারা যাওয়াদের মধ্যে নারীর সংখ্যা বেশি। আক্রান্তদের মধ্যে এগিয়ে পুরুষ।
মঙ্গলবার (১০ সেপ্টেম্বর) এ তথ্য নিশ্চিত করে চট্টগ্রাম জেলা সিভিল সার্জন কার্যালয়।
মারা যাওয়ারা হলেন—শাকিলা আক্তার (২৬) ও শান্তা সূত্রধর (২০)।
সিভিল সার্জন কার্যালয় জানায়, সোমবার (৯ সেপ্টেম্বর) দুপুরে অস্ত্রোপচারের মাধ্যমে কন্যাসন্তানের জন্ম দিয়ে রাতে মারা যান শান্তা। এছাড়া একইদিন বিকেলে মারা যান শাকিলা আকতার। শান্তা নগরের লাভলেন এলাকার এলাকার বাসিন্দা। শাকিলার বাড়ি কক্সবাজারের চকরিয়ায়।
আরও পড়ুন : চট্টগ্রামে ‘ভয়াবহ’ হচ্ছে ডেঙ্গু, সেপ্টেম্বরে আক্রান্তের রেকর্ড
সিভিল সার্জন কার্যালয়ের দেওয়া তথ্যে জানা যায়, মারা যাওয়া শাকিলা ৯ সেপ্টেম্বর এবং শান্তা ৭ সেপ্টেম্বর ডেঙ্গু আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হন। এ নিয়ে চলতি বছর ডেঙ্গুতে মারা গেছেন ৯ জন। চলতি সেপ্টেম্বরে মারা গেছেন ৪ জন। ডেঙ্গু আক্রান্ত হয়ে চট্টগ্রামের বিভিন্ন হাসপাতালে ভর্তি হয়েছেন ১২ জন রোগী। তারা সবাই চট্টগ্রামের বিভিন্ন সরকারি হাসপাতালে চিকিৎসাধীন। এখন পর্যন্ত চলতি বছর চট্টগ্রামে ডেঙ্গু আক্রান্ত হয়েছেন ৭১৪ জন।
চলতি বছর ডেঙ্গুতে মারা যাওয়া নয়জনের মধ্যে পুরুষ ২ জন, নারী ৬ জন এবং শিশু একজন। এছাড়া আক্রান্তদের মধ্যে ৩৮৫ জন পুরুষ, নারী ১৮৪ জন এবং শিশু ১৮৫ জন।
আরবি/আলোকিত চট্টগ্রাম