চট্টগ্রামে প্রেমিককে আটকে রেখে প্রেমিকাকে ধর্ষণ করল ৫ যুবক

চট্টগ্রামে প্রেমিককে আটকে রেখে প্রেমিকাকে দলবেঁধে ধর্ষণের ঘটনা ঘটেছে। এ ঘটনায় ৫ জন জড়িত থাকলেও অভিযুক্ত এক যুবককে গ্রেপ্তার করা হয়েছে।

সোমবার (২৩ সেপ্টেম্বর) রাত ১২টার দিকে খুলশী থানার সামনের একটি পরিত্যাক্ত ভবনে এ ঘটনা ঘটে।

গ্রেপ্তার যুবকের নাম আবুল কালাম (২৮)। তার সঙ্গে থাকা আরও ৪ জনকে খুঁজছে পুলিশ। তাদের সঙ্গে এসময় মুন্সি নামে এক রিকশাচালকও ছিল বলে জানা গেছে।

আরও পড়ুন : চট্টগ্রামে বাসে তুলে কিশোরীকে ধর্ষণ—যুবকের যাবজ্জীবন সাজা, খালাস ২

ভুক্তভোগীদের উদ্ধার করা যুবক তানভীর খান আলোকিত চট্টগ্রামকে বলেন, এলাকার এক ছোট ভাইয়ের মাধ্যমে ঘটনা জানতে পেরে রাত সাড়ে ১২টার দিকে ঘটনাস্থলে যাই। এসময় ভিন্ন ভিন্ন রুম থেকে কিশোর-কিশোরীকে উদ্ধার করি। এসময় তারা বলেন, কুমিল্লা থেকে চট্টগ্রামে বেড়াতে এসেছেন তারা। পাহাড়তলী স্টেশনে রাত ১০টার দিকে ট্রেন থেকে নামার পর একবার হেনস্থার স্বীকার হন তারা। এসময় তাদের কাছে থাকা মোবাইল ফোন ছিনিয়ে নেওয়া হয়। পরে তারা খুলশী রেলগেট এলাকায় এলে নিরাপদে রাখার কথা জানিয়ে পাঁচ যুবক ওই পরিত্যাক্ত ভবনে নিয়ে যায়। সেখানে কিশোরকে একটি রুমে আটকে রেখে অন্য একটি রুমে কিশোরীকে পালাক্রমে ধর্ষণ করা হয়।

তিনি আরও বলেন, আজ (মঙ্গলবার) সকালে আটকে রাখা কিশোর-কিশোরীকে পর্যবেক্ষণ করতে এসে ধরা পড়ে আবুল কালাম। আটকের পর সে জানায়, এ ঘটনায় তারা পাঁচজন ছিল। এসময় তাদের সঙ্গে খুলশী এলাকার রিকশাচালক মুন্সিও ছিল বলে সে জানায়।

এ বিষয়ে চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশের উপপুলিশ কমিশনার (উত্তর) মু. ফয়সাল আহম্মেদ আলোকিত চট্টগ্রামকে বলেন, ধর্ষণের ঘটনায় একজনকে গ্রেপ্তার করা হয়েছে। বাকিদের সনাক্ত করতে জিজ্ঞাসাবাদ চলছে। ভিকটিম কিশোরীকে স্বাস্থ্য পরীক্ষার জন্য চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালের ওয়ানস্টপ ক্রাইসিস সেন্টারে পাঠানো হয়েছে।

আরএস/আরবি

যখনই ঘটনা, তখনই আপডেট পেতে, গ্রাহক হয়ে যান এখনই!

ksrm