চট্টগ্রামে পুলিশে হঠাৎ বড় রদবদল, ৪ থানায় নতুন ওসি

চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশ (সিএমপি) চার থানার পরিদর্শক (ওসি) পদে রদবদল করা হয়েছে।

বৃহস্পতিবার (২ নভেম্বর) সিএমপি কমিশনার কৃষ্ণ পদ রায় স্বাক্ষরিত এক আদেশে এ রদবদল করা হয়।

আদেশ সূত্রে জানা যায়, নগরের কোতোয়ালি থানার ওসি জাহিদুল কবিরকে চান্দগাঁও থানায় এবং চান্দগাঁও থানার ওসি মো. খাইরুল ইসলামকে ডিবি বন্দর বিভাগের পুলিশ পরিদর্শক হিসেবে বদলি করা হয়েছে।

আরও পড়ুন : হঠাৎ রদবদল চট্টগ্রাম পুলিশের ৩ থানার ওসি

কোতোয়ালীর ওসি জাহিদুলের স্থলাভিষিক্ত হয়েছেন ওসি এসএম ওবায়দুল হক। তিনি সিএমপির পুলিশ পরিদর্শক হিসেবে নিয়োজিত ছিলেন।

এছাড়া বাকলিয়া থানার ওসি মো. আব্দুর রহিমকে বদলি করা হয়েছে সিটিএসবিতে। তাঁর স্থানে পতেঙ্গা থানার ওসি মো. আফতাব হোসেনকে পদায়ন করা হয়েছে।

এদিকে পতেঙ্গা থানায় সিটিএসবির পুলিশ পরিদর্শক মো. কবিরুল ইসলামকে পদায়ন করা হয়েছে।

এছাড়া সিএমপির পুলিশ পরিদর্শক সাজেদ কামালকে পদায়ন করা হয়েছে সিটিএসবিতে।

আরএস/আরবি

যখনই ঘটনা, তখনই আপডেট পেতে, গ্রাহক হয়ে যান এখনই!

ksrm