চট্টগ্রাম পুলিশের ৩ কর্তাকে বদলি করা হয়েছে। তাঁরা হলেন— চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশ (সিএমপি) কমিশনার মো. সাইফুল ইসলাম, জেলা পুলিশ সুপার এসএম শফিউল্লাহ এবং চট্টগ্রাম রেঞ্জের পুলিশের উপমহাপরিদর্শক (ডিআইজি) নুরে আলম মিনা।
বুধবার (২১) আগস্ট স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জননিরাপত্তা বিভাগের উপসচিব মো. মাহাবুর রহমান শেখ স্বাক্ষরিত পৃথক দুটি প্রজ্ঞাপনে এ আদেশ জারি করা হয়।
আরও পড়ুন : চট্টগ্রামে নতুন পুলিশ কমিশনার সাইফুল ইসলাম
প্রজ্ঞাপন সূত্রে জানা যায়, সিএমপি কমিশনার মো. সাইফুল ইসলাম এবং চট্টগ্রাম রেঞ্জের ডিআইজি নুরে আলম মিনাকে রাজশাহীর সারদা পুলিশ একাডেমিতে সংযুক্ত করা হয়েছে। এছাড়া জেলা পুলিশ সুপার এসএম শফিউল্লাহকে রংপুর রেঞ্জ ডিআইজি কার্যালয়ে বদলি করা হয়েছে।
গত ২৩ জুন সিএমপি কমিশনার হিসেবে দায়িত্ব পান মো. সাইফুল ইসলাম। গতবছরের ২৭ জুন চট্টগ্রামের ডিআইজি হিসেবে যোগ দিয়েছিলেন নুরে আলম মিনা।
এছাড়া ২০২২ সালের ৪ সেপ্টেম্বর এসএম শফিউল্লাহ চট্টগ্রামে পুলিশ সুপারের দায়িত্ব পান। এর আগে তিনি গাজীপুরের পুলিশ সুপার হিসেবে দায়িত্ব পালন করেন।
আরবি/আলোকিত চট্টগ্রাম