চট্টগ্রাম শিক্ষা বোর্ডে এবারের এসএসসি ও সমমানের পরীক্ষার ফলাফল পুনঃনিরীক্ষণের জন্য মোট ৭১ হাজার ১০৮টি উত্তরপত্র জমা পড়েছে । মোট আবেদনকারী পরীক্ষার্থী ২৬ হাজার ৬২৩ জন।
রোববার (৬ আগস্ট) চট্টগ্রাম শিক্ষা বোর্ডের পরীক্ষা নিয়ন্ত্রক নারায়ণ চন্দ্র নাথ বিষয়টি নিশ্চিত করেন।
আরও পড়ুন : এসএসসির ফলাফলে অসন্তুষ্টদের আবেদন আজ থেকে, করতে হবে যেভাবে
তিনি জানান, এবার চট্টগ্রাম শিক্ষা বোর্ডে পুনঃনিরীক্ষণের জন্য শিক্ষার্থীরা সবচেয়ে বেশিসংখ্যক আবেদন করেছে গণিত বিষয়ে৷ গণিতে এবার আবেদন জমা পড়েছে ১০ হাজার ৫১৯টি৷ এরপর বেশি আবেদন পড়েছে ইংরেজি প্রথম পত্র বিষয়ে। এ বিষয়ের উত্তরপত্রে মোট আবেদন পড়েছে ৮ হাজার ৭৬১টি।
শিক্ষা বোর্ডের তথ্যানুযায়ী , বাংলা প্রথম পত্রে ৪ হাজার ৮৯১, বাংলা দ্বিতীয় পত্রে ৪ হাজার ৭১১, ইংরেজি প্রথম পত্রে ৮ হাজার ৭৬১, ইংরেজি দ্বিতীয় পত্রে ৮ হাজার ৪৮৬, ইসলাম ধর্মে ৪ হাজার ২৭১, বিজ্ঞানে ২ হাজার ২১৯, পদার্থ বিজ্ঞানে ৩ হাজার ৬০০, বাংলাদেশের ইতিহাস ও বিশ্ব সভ্যতায় ২ হাজার ২০৬, রসায়নে ৩ হাজার ২৫৯ , ভূগোল ও পরিবেশ বিজ্ঞানে ৪৭০ , উচ্চতর গণিতে ৩ হাজার ৫৫১, জীববিজ্ঞানে ৩ হাজার ৬২১, পৌরনীতিতে ৩৪৫, অর্থনীতিতে ২৩ , হিসাববিজ্ঞানে ১ হাজার ৭৮৪, , ফিন্যান্স ও ব্যাংকিংয়ে ১৭২, ব্যবসায় উদ্যোগে ১ হাজার ২৮২, বাংলাদেশ ও বিশ্বপরিচয়ে ৪ হাজার ৯৩৪, ফিন্যান্স ও ব্যাংকিংয়ে ১ হাজার ৪৪, হিন্দু ধর্মে ৭৬১, বৌদ্ধ ধর্মে ১২৬, খ্রিস্টান ধর্মে ৮, কৃষি শিক্ষায় ৮৯৭, আইসিটিতে ৭৯১, বাংলাদেশের ইতিহাস ও বিশ্বসভ্যতা বিষয়ে ৩৯৩ ,গার্হস্থ্য বিজ্ঞানে ৩৫৯, অর্থনীতিতে ৮৯টিসহ মোট ৭১ হাজার ১০৮টি উত্তরপত্র পুনঃনিরীক্ষণের আবেদনে জমা পড়েছে।
গত ৩০ জুলাই এসএসসি ও সমমানের পরীক্ষার ফলাফল পুনঃনিরীক্ষণের আবেদন শুরু হয় এবং শেষ হয় ৪ আগস্ট।
এআইটি/আরবি