চট্টগ্রামে পানির দ্বন্দ্বে ভাইয়ের সংঘবদ্ধ হামলায় ভাই খুন

চট্টগ্রামে টিউবওয়েলের পানি নিষ্কাশন নিয়ে দ্বন্দ্বে বড় ভাইয়ের হামলায় ছোট ভাই নিহত হওয়ার ঘটনা ঘটেছে। এ ঘটনায় এক নারীকে আটক করেছে পুলিশ।

মঙ্গলবার (১১ মার্চ) দুপুর ১টার দিকে আনোয়ারায় উপজেলার বটতলী ইউনিয়নের কমল আলী বাড়িতে এ ঘটনা ঘটে।

জানা যায়, নিহত সালামত আলী (৫০) ও অভিযুক্ত মোহাম্মদ আলী (৬০) স্থানীয় সিদ্দিক আহমদের ছেলে।

আরও পড়ুন : চট্টগ্রামে মেয়ের জামাইয়ের হাতে শাশুড়ি খুন

নিহতের ছেলে আব্দুর রহমান (১৮) বলেন, আমাদের টিউবওয়েলের পানি যাওয়ার জন্য পাইপ স্থাপনে বিষয়ে চাচার পরিবারের সঙ্গে ঝগড়া হয়। মঙ্গলবার সকালে সেনাবাহিনী সিইউএফএল ক্যাম্পের মাধ্যমে পাইপ স্থাপনে বিষয়ে সিদ্ধান্ত দেওয়া হয়। এরপর আমার আব্বু পাইপ স্থাপন করতে গেলে আমার চাচা মোহাম্মদ আলী (৬০), চাচী সাজিয়া বেগম (৪৫), চাচাতো ভাই এমরান (২৮), রুবেল (৩২) ও আরফাত (১৯) আব্বুকে লোহার রড দিয়ে হামলা করে । এসময় রডের আঘাতে গুরুতর আহতাবস্থায় আব্বুকে প্রথমে আনোয়ারা স্বাস্থ্য কমপ্লেক্স ও পরে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় দুপুর ৩টার দিকে তিনি মারা যান।

যোগাযোগ করা হলে বিষয়টি নিশ্চিত করে আনোয়ারা থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. মনির হোসেন আলোকিত চট্টগ্রামকে বলেন, এ ঘটনায় মামলার প্রক্রিয়া চলছে। সাজিয়া বেগম নামের এক নারীকে আটক করা হয়েছে।

কাঞ্চন/আরবি

যখনই ঘটনা, তখনই আপডেট পেতে, গ্রাহক হয়ে যান এখনই!

ksrm