ছিনতাই হওয়া অর্ধশত মোবাইলসহ গোয়েন্দা জালে ধরা পড়েছেন ৪ যুবক। ওই চার যুবক মূলত বাড়তি ফায়দার লোভে পড়ে ছিনতাইকারীদের কাছ থেকে মোবাইলগুলো কিনেছিলেন।
বৃহস্পতিবার (৩০ জুন) রাতে ইপিজেড ব্যারিস্টার কলেজ রোডের ক্যাফে জমজম হোটেল অ্যান্ড রেস্টুরেন্টের সামনে থেকে তাদের আটক করে মহানগর গোয়েন্দা পুলিশ (ডিবি)।
আটকরা হলেন— মো.আশরাফুল মিয়া (২৮), মো.সোহেল (৩৫), মো. গোলাম নুর মিয়া (১৯) ও মো. সিরাজুল ইসলাম (২৯)।
যোগাযোগ করা হলে মহানগর গোয়েন্দা (পশ্চিম-বন্দর) বিভাগের উপ-পুলিশ কমিশনার মোহাম্মদ আলী হোসেন জানান, বিভিন্ন ব্যান্ডের ৫০টি চোরাই মোবাইলসহ চার জনকে আটক করি। তারা মূলত ছিনতাইকারীদের কাছ থেকে এসব মোবাইল কম দামে কিনে বেশি দামে বিক্রি করতো। তাদের বিরুদ্ধে ইপিজেড থানায় মামলা দায়ের করা হয়েছে।