চট্টগ্রাম থেকে নিখোঁজ হওয়া সমন্বয়ক সাইফুল ইসলাম সাজেদের (২৪) ঢাকায় খোঁজ মিলেছে। বৃহস্পতিবার (১৩ মার্চ) রাত ৮টার দিকে বিষয়টি নিশ্চিত করেছেন পাঁচলাইশ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. সোলাইমান।
নিখোঁজ সাজেদের ভাই আশরাফুল ইসলাম সজলও বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান, সাজেদ সাউদার্ন ইউনিভার্সিটির মাস্টার্সের শিক্ষার্থী।
পুলিশ সূত্রে জানা গেছে, বর্তমানে সাজেদ ঢাকা বিশ্ববিদ্যালয়ের জসিম উদ্দিন হলের ৩১৫ নম্বর রুমে তাঁর বন্ধু দিদারের সঙ্গে অবস্থান করছেন। পাঁচলাইশ থানার ওসি মো. সোলাইমান সাজেদের সঙ্গে ভিডিও কলে কথা বলে বিষয়টি নিশ্চিত হয়েছেন।
এ বিষয়ে পাঁচলাইশ থানায় নিখোঁজ সাধারণ ডায়েরি (জিডি) ছিল। পরে চট্টগ্রাম মেট্টোপলিটন পুলিশ নিখোঁজ সাজেদকে উদ্ধারে পদক্ষেপ নেয়। এরপর প্রযুক্তির সহায়তায় জানা যায় তিনি ঢাকায় রয়েছেন।
সাইফুল ইসলাম সাজেদ চট্টগ্রামের মিরসরাই উপজেলার করেরহাট পশ্চিম আলী নগরের মাওলানা বদিউর রহমান বাড়ির আব্দুল কাইয়ুমের ছেলে। তিনি চট্টগ্রাম নগরের পাঁচলাইশ কসমোপলিটন রোডে বসবাস করতেন।
সাজেদ বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সক্রিয় কর্মী এবং একটি ছাত্র সংগঠনের সাংগঠনিক সম্পাদক বলে জানা গেছে।
জেজে/আলোকিত চট্টগ্রাম