চট্টগ্রামে নালায় বৃদ্ধের লাশ

চট্টগ্রামে কামরুল আনোয়ার ববি (৬২) নামে এক বৃদ্ধের লাশ উদ্ধার করা হয়েছে।

শনিবার (১৮ নভেম্বর) সকাল পৌনে ১১টার দিকে নগরের দামপাড়া এলাকার একটি নালা থেকে লাশটি উদ্ধার করে চকবাজার থানা পুলিশ ।

কামরুল আনোয়ার ববি দামপাড়া এলাকার মৃত শামসুল আনোয়ারের ছেলে।

আরও পড়ুন : নিখোঁজের তিনদিন পর মিলল বৃদ্ধের লাশ

পরিবার সূত্রে জানা যায়, কামরুল আনোয়ার ববি দামপাড়ার বাসায় একা বসবাস করতেন। জরুরি কাজ ছাড়া তিনি বাসা থেকে বের হতেন না। শুক্রবার রাতে ছাদে উঠেন তিনি। সেখান থেকে অসাবধানতাবসত নিচের নালায় পড়ে তার মৃত্যু হয়।

Yakub Group

যোগাযোগ করা হলে বিষয়টি নিশ্চিত করে চকবাজার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মনজুর কাদের মজুমদার আলোকিত চট্টগ্রামকে বলেন, কামরুল আনোয়ার ববি দীর্ঘ সাত-আট বছর ধরে দামপাড়ার বাসায় একা থাকতেন। মাঝেমধ্যে ডিশের ক্যাবলে সমস্যা হলে ঠিক করার জন্য ছাদে উঠতেন।

ওসি আরও বলেন, ধারণা করছি শুক্রবার বৃষ্টির সময় তিনি ছাদে উঠেছিলেন। সেখান থেকে পা পিছলে নিচে নালায় পড়ে গিয়ে তিনি মারা যান। লাশ উদ্ধার করে আইনানুগ প্রক্রিয়া শেষে পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।

এএইচ/আরবি

যখনই ঘটনা, তখনই আপডেট পেতে, গ্রাহক হয়ে যান এখনই!