নগরের আসকার দীঘির পাড় এলাকার একটি বাসা থেকে দুকেজি গাঁজাসহ নাসিমা খাতুন (৫৬) নামে এক নারী গ্রেপ্তার হয়েছেন।
সোমবার (২ জানুয়ারি) সন্ধ্যা সাড়ে ৭টার দিকে অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করে কোতোয়ালি থানা পুলিশ।
গ্রেপ্তার নাসিমা খাতুন প্রকাশ রোজী আসকার দীঘির পশ্চিম পাড় এলাকার মৃত মোজাফফর হোসেনের স্ত্রী।
পুলিশ জানায়, গোপন সংবাদের ভিত্তিতে কোতোয়ালি থানা পুলিশের একটি বিশেষ টিম আসকার দীঘির পশ্চিম পাড় এলাকার একটি ভবনের নিচতলায় নাসিমা খাতুনের বাসায় অভিযান চালায়। এ সময় তার ঘরের খাটের নিচ থেকে ২ কেজি গাঁজা উদ্ধার করা হয়।
কোতোয়ালি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জাহেদুল কবির বলেন, আসকার দীঘির পশ্চিম পাড় এলাকার একটি বাসায় অভিযান চালায় পুলিশ। অভিযানে ওই বাসার খাটের নিচ থেকে ২ কেজি গাঁজা উদ্ধার করা হয়। এ সময় নাসিমা খাতুন প্রকাশ রোজী নামে এক নারীকে গ্রেপ্তার করা হয়েছে।
বিক্রির উদ্দেশ্যে গাঁজা নিজের কাছে রেখেছে বলে সে প্রাথমিক জিজ্ঞাসাবাদে স্বীকার করেছে। এ ঘটনায় থানায় মামলা করে তাকে আদালতে পাঠানো হয়েছে।
জেএন/এসআই