অস্বাস্থ্যকর পরিবেশে খাদ্য উৎপাদন এবং বিক্রির অপরাধে তিন বেকারিকে জরিমানা করেছে চট্টগ্রাম সিটি করপোরেশনের ভ্রাম্যমাণ আদালত।
বুধবার (২২ সেপ্টেম্বর) সকালে নগরের সদরঘাট, পাহাড়তলী এলাকায় পরিচালিত চসিকের অভিযানে ৯০ হাজার টাকা জরিমানা আদায় করেন নির্বাহী ম্যাজিস্ট্রেট মারুফা বেগম নেলী।
আরও পড়ুন: ফুটপাত দখল করে ১০ লোকের কাঁধে উঠল চসিকের অর্থদণ্ড
অভিযানে অস্বাস্থ্যকর ও নোংরা পরিবেশে খাদ্য উৎপাদনে বিউটিফুল সুপার বেকারিকে ৫০ হাজার টাকা জরিমানা করা হয়।
একই অপরাধে তামান্না বেকারিকে ২০ হাজার ও দেশ ফুডকে ২০ হাজার জরিমানা করা হয়। এসব বেকারিতে ছিল তেলাপোকা ও ইঁদুরের আনাগোনা!
অভিযানে সিটি করপোরেশনের সংশ্লিষ্ট বিভাগের কর্মকর্তা-কর্মচারী ও চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশ সহায়তা করেন।