চট্টগ্রামে ডেঙ্গু রোগী শহরের চেয়ে গ্রামে বেশি

চট্টগ্রামে ডেঙ্গুতে কমেছে মৃত্যুর হার। তবে থেমে নেই আক্রান্ত। নতুন বছরের শুরুতে উপজেলায় বাড়ছে ডেঙ্গু রোগী।

চলতি মাসে এখন পর্যন্ত চট্টগ্রামে ডেঙ্গু আক্রান্ত হয়েছেন ৪১ জন। আক্রান্তের মধ্যে মহানগরে ১৭ জন ও উপজেলায় ২৪ জন। তবে এর মধ্যে মৃত্যু হয়েছে ১ জনের।

এদিকে গত ২৪ ঘণ্টায় ডেঙ্গু আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন ২ জন। আক্রান্তদের মধ্যে ১ জন পুরুষ ও ১ জন নারী ।

আরও পড়ুন : নতুন বছরে চট্টগ্রামে ডেঙ্গুতে প্রথম মৃত্যু

সোমবার (১৩ জানুয়ারি) চট্টগ্রাম সিভিল সার্জন কার্যালয়ের প্রকাশিত প্রতিবেদনে এসব তথ্য জানা যায়।

প্রকাশিত প্রতিবেদনের তথ্য বলছে, চলতি মাসে ৪১ জন ডেঙ্গু আক্রান্তের মধ্যে ১৩ জন পুরুষ, ১৯ জন নারী ও ৯ জন শিশু।

এর আগে গত ৬ জানুয়ারি ডেঙ্গুতে আক্রান্ত হয়ে মারা যান মো. নাসের (৪৮) নামে এক যুবক। চান্দগাঁও এলাকার বাসিন্দা এই যুবক গত ৫ জানুয়ারি চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে ডেঙ্গু আক্রান্ত হয়ে ভর্তি হন। তবে এরপর থেকে এখন পর্যন্ত আর কেউ মারা যাননি।

সিভিল সার্জন কার্যালয়ের প্রতিবেদনের তথ্যানুযায়ী, উপজেলায় আক্রান্ত ২৪ জনের মধ্যে লোহাগাড়া ২ জন, সাতকানিয়া ২ জন, বাঁশখালী ৪ জন, চন্দনাইশ ১ জন, পটিয়া ২ জন, বোয়ালখালী ১ জন, রাঙ্গুনিয়া ২ জন, রাউজান ২ জন, ফটিকছড়ি ১ জন, হাটহাজারী ২ জন, সীতাকুণ্ড ৫ জন ও মিরসরাইয়ে ১ জন। তবে আনোয়ারা, সন্দ্বীপ ও কর্ণফুলী উপজেলায় এখন পর্যন্ত ডেঙ্গু রোগী পাওয়া যায়নি।

আরও পড়ুন : চট্টগ্রামে ডেঙ্গু—সর্বোচ্চ আক্রান্ত অক্টোবরে, মৃত্যুতে ‘ভয়ঙ্কর’ নভেম্বর

এদিকে গেল বছর চট্টগ্রামে ডেঙ্গু আক্রান্ত রোগীর সংখ্যা ছিল ৪ হাজার ৩১৮ জন। এর মধ্যে পুরুষ ২ হাজার ২৮৬, নারী ১ হাজার ২৪০ ও শিশু ৭৯২ জন। আক্রান্তদের মধ্যে ২ হাজার ৭৪০ জন নগরের এবং ১ হাজার ৫৭৮ জন উপজেলার বাসিন্দা।

এছাড়া ডেঙ্গু আক্রান্ত হয়ে মৃত্যু হওয়া ৪৫ জনের মধ্যে ২৪ জন নারী, ১৬ জন পুরুষ এবং ৫ জন শিশু।

২০২৪ সালে সবচেয়ে বেশি ডেঙ্গু আক্রান্ত পাওয়া গেছে অক্টোবরে, ১ হাজার ৪৩০ জন। আর মৃত্যুতে ‘ভয়ঙ্কর’ ছিল নভেম্বর। ওই মাসেই ১৬ জনের মৃত্যু হয়েছিল।

আরবি/আলোকিত চট্টগ্রাম

যখনই ঘটনা, তখনই আপডেট পেতে, গ্রাহক হয়ে যান এখনই!

ksrm