চট্টগ্রামে ডেঙ্গু রোগী বাড়ছেই

চট্টগ্রামে প্রতিদিন বাড়ছেই ডেঙ্গু আক্রান্ত রোগী। গত ২৪ ঘণ্টায় নতুন করে আক্রান্ত ৫৪ জন হাসপাতাল ভর্তি হয়েছেন। এ পর্যন্ত মোট আক্রান্ত ১ হাজার ৪৩৯ জন। আক্রান্তদের মধ্যে ৮৫৪ জন নগরের এবং উপজেলায় ৫৮৫ জন। এদের মধ্যে পুরুষ ৭৮১ জন, নারী ৩৮৭ জন এবং শিশু ২৭১ জন। এর মধ্যে শুধু সেপ্টেম্বরেই আক্রান্ত হয়েছেন ৮৪১ জন।

এদিকে ডেঙ্গু আক্রান্তের সঙ্গে বাড়ছে মৃত্যু। এখন পর্যন্ত মৃত্যু হয়েছে ১৫ জনের। এদের মধ্যে পুরুষ ৪, নারী ৯ ও শিশু ২ জন। এর মধ্যে সেপ্টেম্বরেই মৃত্যু হয়েছে ১০ জনের। গত ২৪ ঘণ্টায় মৃত্যুশূন্য দিন পার করল চট্টগ্রাম। তবে ২৬ সেপ্টেম্বর একইদিনে নারী-তরুণ দুজনের মৃত্যু হয়েছিল।

রোববার (২২ সেপ্টেম্বর) চট্টগ্রাম জেলা সিভিল সার্জন কার্যালয়ের প্রতিবেদন সূত্রে এসব তথ্য জানা যায়।

আরও পড়ুন : ডেঙ্গু—একই দিনে চট্টগ্রাম মেডিকেলে নারী-তরুণের মৃত্যু

চট্টগ্রাম জেলা সিভিল সার্জন কার্যালয়ে প্রতিবেদনে জানা যায়, গত ২৪ ঘণ্টায় ডেঙ্গু আক্রান্ত ৫৪ জনের মধ্যে সরকারি হাসপাতালে ভর্তি হয়েছেন ৪৪ জন। এছাড়া বেসরকারি হাসপাতালে ভর্তি হয়েছেন ১০ জন। আক্রান্তদের মধ্যে পুরুষ ২৮ জন, নারী ১৯ জন ও শিশু ৭ জন। তবে এদিন কারো মৃত্যু হয়নি।

এদিকে নগরের পাশাপাশি উপজেলায়ও বাড়ছে ডেঙ্গু আক্রান্ত রোগী। সবচেয়ে বেশি আক্রান্ত লোহাগাড়া, সাতকানিয়া ও সীতাকুণ্ডে। সবচেয়ে কম সন্দ্বীপে। তবে উপজেলায় এখনও কারো মৃত্যু হয়নি।

সিভিল সার্জন কার্যালয়ের তথ্যানুযায়ী, ১৫ উপজেলায় এখন পর্যন্ত ডেঙ্গু আক্রান্ত রোগী ৫৮৫ জন। লোহাগাড়ায় ডেঙ্গু আক্রান্ত ১৬৪ জন, সাতকানিয়ায় ৮১ জন, বাঁশখালীতে ৪০ জন, আনোয়ারায় ২৬ জন, চন্দনাইশে ৩৭ জন, পটিয়ায় ২৯ জন, বোয়ালখালীতে ২৯ জন, রাঙ্গুনিয়ায় ১৯ জন, রাউজানে ২৮ জন, ফটিকছড়িতে ১৮ জন, হাটহাজারীতে ২৩ জন, সীতাকুণ্ডে ৪৯ জন, মিরসরাইয়ে ১৯ জন, সন্দ্বীপে ৮ জন এবং কর্ণফুলী উপজেলায় ১৫ জন।

আরবি/আলোকিত চট্টগ্রাম

যখনই ঘটনা, তখনই আপডেট পেতে, গ্রাহক হয়ে যান এখনই!

ksrm