চট্টগ্রামে ডেঙ্গু—থামছে না মৃত্যুর মিছিল

চট্টগ্রামে ডেঙ্গুতে বাড়ছে মৃত্যু। কোনোভাবেই থামানো যাচ্ছে না মৃত্যুর মিছিল। এবার ডেঙ্গু আক্রান্ত ৩০ বছর বয়সী এক নারীর মৃত্যু হয়েছে। যেদিন তিনি হাসপাতালে ভর্তি হন সেদিনই মারা যান।

রোববার (২৯ সেপ্টেম্বর) চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় ওই নারীর মৃত্যু হয়। তিনি সেদিনই হাসপাতালে ভর্তি হয়েছিলেন। এ নিয়ে চট্টগ্রামে ডেঙ্গুতে আক্রান্ত হয়ে মোট ১৬ জনের মৃত্যু হয়েছে। এর মধ্যে চলতি সেপ্টেম্বরে মারা গেছে ১১ জন। মারা যাওয়াদের মধ্যে ১০ জন নারী, ৪ জন পুরুষ এবং ২ জন শিশু।

নিহত নারীর নাম রিফা আকতার (৩০)। তিনি বান্দরবান জেলার বাসিন্দা।

আরও পড়ুন : চট্টগ্রামে ডেঙ্গু রোগী বাড়ছেই

সোমবার (৩০ সেপ্টেম্বর) চট্টগ্রাম জেলা সিভিল সার্জন কার্যালেয়ে প্রতিবেদনে এসব তথ্য জানা যায়।

এর আগে গত ২৬ সেপ্টেম্বর রোকসানা খানম (৫২) নামে এক নারীর মৃত্যু হয়। তিনি মহেশখালীর বাসিন্দা। একইদিন মো. এমরান (২০) নামে এক তরুণের মৃত্যু হয়। তারা দুজন চমেক হাসপাতালে চিকিৎসাধীন ছিলেন। ২১ সেপ্টেম্বর ভর্তি হন রোকসানা, ২২ সেপ্টেম্বর ভর্তি হন এমরান।

চট্টগ্রাম জেলা সিভিল সার্জন কার্যালয় সূত্রে জানা যায়, গত ২৪ ঘণ্টায় চট্টগ্রামে নতুন করে ডেঙ্গু আক্রান্ত হয়েছেন ৬৬ জন। আক্রান্তদের মধ্যে নগরের সরকারি হাসপাতালে ভর্তি ৫৮ জন এবং বিভিন্ন বেসরকারি হাসপাতালে ভর্তি আছেন ৮ জন। আক্রান্তদের মধ্যে পুরুষ ৩৬ জন, নারী ২২ জন এবং শিশু ৮ জন।

চট্টগ্রামে এখন পর্যন্ত ডেঙ্গু আক্রান্তের সংখ্যা ১ হাজার ৫০৫ জন। আক্রান্তদের মধ্যে ৯০১ জন নগরের এবং ৬০৪ জন উপজেলার বাসিন্দা। এদের মধ্যে পুরুষ ৮১৭ জন, নারী ৪০৯ জন এবং শিশু ২৭৯ জন। শুধু সেপ্টেম্বরেই আক্রান্ত হয়েছেন ৯০৭ জন।

সিভিল সার্জন কার্যালয়ের প্রতিবেদনের তথ্যমতে, চট্টগ্রামের ১৫ উপজেলায় এখন পর্যন্ত ডেঙ্গু আক্রান্ত রোগী ৬০৪ জন। লোহাগাড়ায় ডেঙ্গু আক্রান্ত ১৬৫ জন, সাতকানিয়ায় ৮১ জন, বাঁশখালীতে ৪০ জন, আনোয়ারায় ২৬ জন, চন্দনাইশে ৩৭ জন, পটিয়ায় ২৯ জন, বোয়ালখালীতে ২৯ জন, রাঙ্গুনিয়ায় ২০ জন, রাউজানে ৩৩ জন, ফটিকছড়িতে ১৮ জন, হাটহাজারীতে ২৪ জন, সীতাকুণ্ডে ৫৬ জন, মিরসরাইয়ে ১৯ জন, সন্দ্বীপে ৮ জন এবং কর্ণফুলী উপজেলায় ১৯ জন।

আরবি/আলোকিত চট্টগ্রাম

যখনই ঘটনা, তখনই আপডেট পেতে, গ্রাহক হয়ে যান এখনই!

ksrm