চট্টগ্রাম নগরে মূল্যতালিকা প্রদর্শন ও ভাউচার সংরক্ষণ না করে বেশি দামে পণ্য বিক্রি করায় ৫ দোকানিকে জরিমানা করেছে জাতীয় ভোক্তা সংরক্ষণ অধিদপ্তর।
সোমবার (২৩ সেপ্টেম্বর) নগরের আকবরশাহ থানা কর্নেলহাট বাজারে এ অভিযান পরিচালনা করেন জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের চট্টগ্রাম বিভাগীয় কার্যালয়ের উপপরিচালক ফয়েজ উল্যাহ। এসময় উপস্থিত ছিলেন সহকারী পরিচালক (মেট্রো) মো. আনিছুর রহমান, সহকারী পরিচালক রানা দেব নাথ ও চট্টগ্রাম জেলা কার্যালয়ের সহকারী পরিচালক নাসরিন আক্তার।
আরও পড়ুন : মেয়াদ ছাড়া দই দিয়ে লাচ্ছি বানায় কুটুমবাড়ি
জানা যায়, অভিযানে কর্নেলহাট বাজার এলাকায় ডিম, মুরগি, বিভিন্ন ধরনের সবজি, পেঁয়াজ, রসুন আদাসহ নিত্যপ্রয়োজনীয় পণ্যের দাম তদারকি করা হয়। এসময় দোকানে মূল্যতালিকা প্রদর্শন না করায় ফজল গনির ডিমের দোকানকে ১ হাজার টাকা, সনজিতের ডিমের দোকানকে ৩ হাজার টাকা, ওয়াসিমের দুটি সবজির দোকানকে ১০ হাজার টাকা এবং আজাদ স্টোরকে ১ হাজার টাকাসহ মোট ১৫ হাজার জরিমানা করে সতর্ক করা হয়।
এ বিষয়ে উপপরিচালক ফয়েজ উল্যাহ বলেন, কর্নেলহাট বাজারে মূল্যতালিকা প্রদর্শন ও ভাউচার সংরক্ষণ না করায় পাঁচটি প্রতিষ্ঠানকে ১৫ হাজার টাকা অর্থদণ্ড প্রদান করেছি এবং তাদের সতর্ক করেছি।
আরবি/আলোকিত চট্টগ্রাম