চট্টগ্রামে ট্রেন—পিকআপ ভ্যান সংঘর্ষে ৩ পুলিশ নিহত

চট্টগ্রামে সোনার বাংলা ট্রেনের সঙ্গে পিকআপ ভ্যানের সংঘর্ষে ৩ পুলিশ নিহত হয়েছেন। আহত হয়েছেন আরও ৩ জন। আহতদের মধ্যে সলিমপুর ইউনিয়নের ৬ নম্বর ওয়ার্ডের মেম্বারও রয়েছেন।

রোববার (২৭ আগস্ট) বেলা ১২টা ১০ মিনিটে সলিমপুর-ফকিরহাট রেললাইন সংলগ্ন ইসলামী বিশ্ববিদ্যালয়ের সামনে ফৌজদারহাট রেললাইনের লেভেল ক্রসিং ৮-এ এই দুর্ঘটনা ঘটে।

বিষয়টি নিশ্চিত করেছেন সীতাকুণ্ড মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) তোফায়েল আহমেদ।

তিনি বলেন, ট্রেনের সঙ্গে পুলিশ ভ্যানের সংঘর্ষ হয়। একজন মুহূর্তেই নিহত হন, আহত ২ জনকে চট্টগ্রাম মেডিকেল নিয়ে যাওয়ার পর মৃত্যু হয়। মোট ৩ পুলিশ নিহত হয়েছে। দুই পুলিশ সদস্য ও মেম্বারকে চট্টগ্রাম মেডিকেলে ভর্তি করার পর চিকিৎসা চলছে। নিহতদের লাশ হাসপাতালের মর্গে রাখা হয়েছে। পুলিশের ওই পিকআপ ভ্যানে মোট ৬ জন ছিলেন।

তবে তাৎক্ষণিকভাবে নিহতদের পরিচয় জানাতে পারেননি ওসি।

এদিকে দুপুর আড়াইটার দিকে নির্ভরযোগ্য সূত্রে নিহত ও আহতদের পরিচয় পাওয়া গেছে। নিহতদের তিনজনই পুলিশের কনস্টেবল। তারা হলেন— ইস্কান্দার (৪০), হোসাইন (৩৫) ও মিজান (৩০)।

আহতদের একজন পুলিশের এসআই সুজন সাহা (৩০)। অন্যজন মাইক্রোবাসের চালক পুলিশ কনস্টেবল ওমর (৩০)। অপরজন সলিমপুর ইউনিয়নের ৬ নম্বর ওয়ার্ডের মেম্বার শাহাদাত (৪০)।

এআইটি/আলোকিত চট্টগ্রাম

যখনই ঘটনা, তখনই আপডেট পেতে, গ্রাহক হয়ে যান এখনই!

ksrm