দাবি পূরণের আশ্বাসে ৩১ ঘণ্টা পর কর্মবিরতি প্রত্যাহার করেছে রেলের রানিং স্টাফরা। চট্টগ্রাম থেকে শুরু হয়েছে ট্রেন চলাচল। ইতিমধ্যে বিভিন্ন গন্তব্যে ছেড়ে গেছে ট্রেন। তবে সবগুলো ট্রেন ছেড়েছে দেরিতে।
বুধবার (২৯ জানুয়ারি) সকাল থেকে শুরু হয় চট্টগ্রামসহ সারাদেশে ট্রেন চলাচল।
চট্টগ্রাম রেলওয়ে সূত্র জানায়, আজ সকাল সাড়ে ৭টায় এবং সকাল ৭টা ৪০ মিনিটে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়মুখী দুটি শাটল ট্রেন চট্টগ্রাম রেলস্টেশন ছেড়ে যায়।
এছাড়া ঢাকাগামী আন্তঃনগর ট্রেন সুবর্ণ এক্সপ্রেস নিদিষ্ট সময়ের দুঘণ্টা পর সকাল ৯টার দিকে ছাড়ে। ঢাকাগামী ট্রেন চট্টলা এক্সপ্রেস সকাল ৬টার পরিবর্তে ছাড়ে ৮টা ১০ মিনিটের দিকে। সিলেটগামী পাহাড়িকা এক্সপ্রেস ৭টা ৫০ মিনিটের ছাড়ার কথা থাকলেও প্রায় এক ঘণ্টা দেরিতে ৮টা ৪০ মিনিটের দিকে স্টেশন ছেড়ে যায়।
আরও পড়ুন : সিন্ডিকেটের কবলে চট্টগ্রামে ২ ট্রেনের যাত্রীরা, ‘জিম্মি’ করে প্রতিদিন লাখ টাকার বাণিজ্য
এদিকে রানিং স্টাফদের কর্মবিরতি প্রত্যাহারের পর ভোর সাড়ে ৫টায় চাঁদপুর থেকে চট্টগ্রাম অভিমুখে প্রথম ট্রেন ছেড়ে আসে। যদিও এটি ভোর ৫টায় ছেড়ে আসার কথা ছিল।
অন্যদিকে কর্মবিরতি প্রত্যাহারের খবরে চট্টগ্রাম রেলস্টেশনে ভিড় করেছেন বিভিন্ন গন্তব্যের যাত্রীরা। কাউন্টারে শুরু হয়েছে টিকিট বিক্রি।
এ বিষয়ে চট্টগ্রাম রেলওয়ে স্টেশনের ম্যানেজার আবু বকর সিদ্দিক বলেন, কর্মবিরতির কারণে মঙ্গলবার সকাল থেকে কোনো কাজ হয়নি। পরে মধ্যরাতে রার্নিং স্টাফদের অবরোধ প্রত্যাহার হওয়ায় আজ ভোর থেকে কাজ শুরু হয়েছে। তবে ট্রেন নির্দিষ্ট সময়ে ছেড়ে যেতে কিছুটা বিলম্ব হয়েছে। আশাকরি নির্দিষ্ট সময়ে ট্রেন ছেড়ে যাবে।
মূল বেতনের সঙ্গে রানিং অ্যালাউন্স যোগ করে পেনশন এবং আনুতোষিক সুবিধা দেওয়ার বিষয়ে জটিলতা নিরসন না হওয়ায় সোমবার (২৭ জানুয়ারি) মধ্যরাত থেকে রেলের রানিং স্টাফরা অনিদির্ষ্টকালের কর্মবিরতি শুরু করে। মঙ্গলবার (২৮ জানুয়ারি) সারাদেশে ট্রেন চলাচল বন্ধ হয়ে যায়। এদিন ভোগান্তির অন্ত ছিল না যাত্রীরা।
পরে রেলের বিকল্প হিসেবে গুরুত্বপূর্ণ রেল রুটগুলোতে যাত্রী পরিবহনের জন্য বিআরটিসির বাস সার্ভিস চালু করা হয়। এছাড়া ট্রেন চলাচল বন্ধ থাকায় অগ্রিম কাটা টিকিট ফেরত নেওয়ারও সিদ্ধান্ত নেয় রেলওয়ে।
এরপর দাবি পূরণে রেলপথ মন্ত্রণালয়ের উপদেষ্টার আশ্বাসের পরিপ্রেক্ষিতে মঙ্গলবার রাত আড়াইটার দিকে রানিং স্টাফরা কর্মবিরতি প্রত্যাহারের ঘোষণা দেন।
আরবি/আলোকিত চট্টগ্রাম