নগরে অবৈধ যানবাহনের বিরুদ্ধে অভিযান চালিয়েছে ট্রাফিক উত্তর বিভাগ। এসময় ১৮টি গ্রাম অটোরিকশা, ১৭টি ব্যাটারিচালিত রিকশা, ১০টি টেম্পু ম্যাক্সিমা ও দুটি মোটরসাইকেলসহ ৪৭টি গাড়ি আটক করা হয়।
মঙ্গলবার (৯ জুলাই) বিকেলে নগরের বায়েজিদ থানার অক্সিজেন কাপ্তাই রাস্তার মাথা ও হাটহাজারী সড়কে এ অভিযান চালানো হয়।
এদিকে ড্রাইভিং লাইসেন্স না থাকায় চারজন চালকের বিরুদ্ধে সড়ক পরিবহন আইনের প্রসিকিউশন দাখিল করা হয়।
আরও পড়ুন : ট্রাফিক পুলিশ না থাকায় সবাই ‘রাজা’—বাকলিয়া এক্সেস রোডের মুখে যানজট প্রতিদিন
এ বিষয়ে ট্রাফিক উত্তর বিভাগের উপপুলিশ কমিশনার জয়নুল আবেদীন বলেন, অবৈধ যান চলাচলের কারণে সড়কে যানজট স্বাভাবিকের তুলনায় বেশি বেড়ে যায়। তাই প্রতিদিনই বিভিন্ন গুরুত্বপূর্ণ মোড়ে অভিযান পরিচালিত হচ্ছে। এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।
অভিযানে উপস্থিত ছিলেন বায়েজিদ বোস্তামি এলাকার ট্রাফিক পরিদর্শক সুশোভন চাকমা, মোহরা এলাকার ট্রাফিক পরিদর্শক মো. কামরুজ্জামান রাজসহ সার্জেন্ট ও ট্রাফিক সদস্যরা।
আরএন/আরবি