চট্টগ্রামে গোপন অস্ত্রের আস্তানা ভাবিয়ে তুলেছে পুলিশকে

চট্টগ্রাম বিশেষ অভিযানে পাওয়া গেছে গোপন অস্ত্রের আস্তানা। উদ্ধার করা হয়েছে অস্ত্র ও গুলি। তবে এ অস্ত্রশস্ত্র কোথা থেকে এল, তা ভাবিয়ে তুলেছে পুলিশকে।

শনিবার (২৫ জানুয়ারি) রাত ১১টার দিকে নগরের পাহাড়তলীর ঝর্নাপাড়া ডেবার পাড় এলাকায় এ অভিযান চালায় ডবলমুরিং থানা পুলিশ।

উদ্ধার করা অস্ত্র ও গুলির মধ্যে রয়েছে ১৬ রাউন্ড সেভেন পয়েন্ট সিক্স টু চায়না রাইফেলের গুলি, ১ রাউন্ড কার্তুজ, ১টি কিরিচ, ১টি টিপ ছোরা, ১টি ট্রিবিল ছুরি, ১টি চাইনিজ কুড়াল, ১টি হাতুড়ি এবং ১টি বিদেশি মদের খালি বোতল। এসব অস্ত্র ডাকাতি কিংবা সন্ত্রাসী কার্যক্রমে ব্যবহৃত হতে পারে বলে পুলিশ মনে করছে।

এদিকে পুলিশের উপস্থিতি টের পেয়ে সন্ত্রাসীরা অস্ত্র ও গুলি ফেলে পালিয়ে যায়। তাই কাউকে গ্রেপ্তার করা যায়নি।

থানা সূত্র জানায়, উদ্ধার হওয়া গুলিগুলো প্রশাসনিক ব্যবহারের জন্য নির্ধারিত। যা হয়ত কোনো থানা বা নিরাপত্তা সংস্থার কাছ থেকে লুট করা হয়েছিল। ধারনা করা হচ্ছে, সন্ত্রাসীরা এসব অস্ত্র দিয়ে বড় ধরনের অপরাধমূলক কর্মকাণ্ডের পরিকল্পনা করছিল।

যোগাযোগ করা হলে ডবলমুরিং থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রফিক আহমেদ আলোকিত চট্টগ্রামকে বলেন, বিশেষ অভিযান এখনো চলমান রয়েছে। পরবর্তী আইনগত ব্যবস্থা নিতে তদন্ত চলছে।

এদিকে পুলিশের একাধিক টিম এখনো এলাকায় টহল দিচ্ছে। আইনশৃঙ্খলা বাহিনী এ ঘটনায় জড়িতদের গ্রেপ্তারে নগরের বিভিন্ন এলাকায় বাড়ানো হয়েছে নজরদারি। একইসঙ্গে এসব অস্ত্রশস্ত্র কোথা থেকে এসেছে তা জানতেও চলছে পুুলিশের অভিযান।

জেজে/আলোকিত চট্টগ্রাম

যখনই ঘটনা, তখনই আপডেট পেতে, গ্রাহক হয়ে যান এখনই!

ksrm