চট্টগ্রামে গাড়ি চালককে চোরের মতো পেটালেন সিএমপির ট্রাফিক সার্জেন্ট

নগরে মো. নাছির নামের এক লেগুনা চালককে মারধরের অভিযোগ উঠেছে ট্রাফিক সার্জেন্টে সুখেন চন্দ্র দে’র বিরুদ্ধে। এ ঘটনার পর বিক্ষুব্ধ চালকরা রাস্তা অবরোধ করে বিক্ষোভ করে। পরে ব্যবস্থা নেওয়ার আশ্বাসে অবরোধ তুলে নেওয়া হয়।

মঙ্গলবার (৮ নভেম্বর) দুপরে কোতোয়ালী থানা এলাকার নিউমার্কেট পুলিশ বক্সের সামনে এ ঘটনা ঘটে। অভিযুক্ত সার্জেন্ট সুখেন চন্দ্র দে চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশ ট্রাফিক দক্ষিণ বিভাগে কর্মরত।

ভুক্তভোগী লেগুনা চালক নাছির বলেন, আমরা প্রতিদিন আমাদের গাড়িগুলো পার্কিং জোনে রাখি। আজ (মঙ্গলবার) হঠাৎ সার্জেন্ট সুখেন এসে গাড়ি সরিয়ে নিতে বলেন। কিন্তু আমার গাড়ির সামনে ও পেছনে অন্য গাড়ি থাকায় বের করতে পারিনি। পরে তিনি আমাকে উচ্চস্বরে গালাগালি করে হাতে থাকা ওয়াকিটকি দিয়ে মাথায় আঘাত করে এবং চড়, কিল-ঘুষি মারেন। পরে এ ঘটনা অন্য চালকরা দেখে এগিয়ে এসে আমাকে উদ্ধার করে।

এদিকে ঘটনার পর উত্তেজিত চালকরা খুলশী থানার রেলওয়ে স্কুলের সামনে রাস্তায় গাড়ি রেখে অবরোধ করে। এসময় যানজট সৃষ্টি হয়। ভোগান্তিতে পড়ে যাত্রী ও চালকরা। পরে ঊর্ধ্বতন কর্তৃপক্ষের আশ্বাসে অবরোধ তুলে নেওয়া হয়।

Yakub Group

নাম প্রকাশ না করার শর্তে এক ট্রাফিক সার্জেন্ট বলেন, হঠাৎ উত্তেজিত হয়েই তিনি চড়-থাপ্পর দিয়েছেন। রাস্তায় এমন হওয়াটা স্বাভাবিক বিষয়।

অভিযোগের বিষয়ে জানতে চাইলে সার্জেন্ট সুখেন চন্দ্র দে আলোকিত চট্টগ্রামকে বলেন, এটি সাধারণ একটি ঘটনা। রাস্তায় এমন হতেই পারে।

এ বিষয়ে দৃষ্টি আকর্ষণ করা হলে ট্রাফিক ইন্সপেক্টর (টিআই প্রশাসন দক্ষিণ) অনিল বিকাশ চাকমা আলোকিত চট্টগ্রামকে বলেন, এ ঘটনার বিষয়ে আমার জানা নেই। কেউ অভিযোগ দিলে অবশ্যই ব্যবস্থা নেওয়া হবে।

যোগাযোগ করা হলে অভিযোগের সত্যতা স্বীকার করে ট্রাফিক বিভাগের উপ-পুলিশ কমিশনার (দক্ষিণ) নাছির উদ্দিন আলোকিত চট্টগ্রামকে বলেন, এক চালককে মারধরের ঘটনা শুনেছি। এ ঘটনায় চালকরা রাস্তা অবরোধ করলে ব্যবস্থা নেওয়ার আশ্বাসে অবরোধ তুলে নেয়। অভিযোগ প্রমাণিত হলে অভিযুক্ত সার্জেন্টের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে।

আরএন/আরবি

যখনই ঘটনা, তখনই আপডেট পেতে, গ্রাহক হয়ে যান এখনই!