চট্টগ্রামে করোনা : ৩ দিন পর থামল মৃত্যুর মিছিল

তিনদিন পর থেমেছে চট্টগ্রামে করোনায় মৃত্যুর মিছিল। টানা তিনদিন পর মৃত্যুহীন এক দিন দেখল চট্টগ্রাম।

গত ২৪ ঘণ্টায় নতুন করে আক্রান্ত হয়েছে ৫৮০ জন। শনাক্তের হার ১৮.৮৮ শতাংশ। আক্রান্তদের ৪১৮ জন নগর এবং ১৬২ জন বিভিন্ন উপজেলার বাসিন্দা।

আগের দিন শনাক্ত হয়েছিল ৫৪৯ জন। শনাক্তের হার ছিল ২১.৩২ শতাংশ।

আরও পড়ুন : করোনা : চট্টগ্রামে আবারও মৃত্যুর আঘাত

বৃহস্পতিবার (৩ ফেব্রুয়ারি) চট্টগ্রাম সিভিল সার্জন কার্যালয়ের পাঠানো প্রতিবেদন অনুযায়ী, সর্বশেষ ২৪ ঘণ্টায় ১২ ল্যাবে ৩ হাজার ৭১টি নমুনা পরীক্ষা হয়। এরমধ্যে বিআইটিআইডিতে ৫৯১ নমুনায় ১৮৮ জন, শেভরনে ৪৭৭ নমুনায় ৯৮ জন, ইম্পেরিয়াল হাসপাতালে ৩৪৪ নমুনায় ৪২ জন, ইপিক হেলথ কেয়ারে ৩২৩ নমুনায় ৩৭ জন, আগ্রাবাদ মা ও শিশু হাসপাতালে ২৯৭ নমুনায় ৩৭ জন, চট্টগ্রাম ভেটেরিনারি ও এনিম্যাল সাইন্সেস বিশ্ববিদ্যালয়ে ২৩৮ নমুনায় ৮১ জন, এন্টিজেন টেস্টে ২২৭ নমুনায় ৩০ জন, এশিয়ান স্পেশালাইজড হাসপাতালে ২২৫ নমুনায় ৫ জন, মেট্রোপলিটন হাসপাতালে ২০০ নমুনায় ২৫ জন, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে ১২৭ নমুনায় ২৫ জন, আরটিআরএলে ২০ নমুনায় ১০ জন এবং ল্যাবএইডে ২ নমুনায় ২ জনের দেহেই করোনার জীবাণু পাওয়া গেছে।

এছাড়া চট্টগ্রাম মেডিকেল কলেজে, মেডিকেল সেন্টার হাসপাতাল, কক্সবাজার মেডিকেল কলেজ এবং শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দরে কোনো নমুনা পরীক্ষা হয়নি।

আরও পড়ুন : সেবাপক্ষে বিশাল ছাড় দিচ্ছে করোনাকালের বন্ধু পার্কভিউ

উপজেলার মধ্যে হাটহাজারী ৩১ জন, রাউজান ২১ জন, চন্দনাইশ ২১ জন, পটিয়া ১৬ জন, আনোয়ারা ১৫ জন, লোহাগাড়া ১০ জন, বোয়ালখালী ৯ জন, বাঁশখালী ৮ জন, মিরসরাই ৭ জন, ফটিকছড়ি ৬ জন, সন্দ্বীপ ৬ জন, রাঙ্গুনিয়া ৫ জন, সীতাকুণ্ড ৪ জন এবং সাতকানিয়ায় ৩ জনের করোনা শনাক্ত হয়েছে। তবে কর্ণফুলী উপজেলায় কোনো করোনা রোগী পাওয়া যায়নি।

নগরে ৮৮ হাজার ৬০১ জন এবং উপজেলায় ৩২ হাজার ৯৭১ জনসহ মোট শনাক্ত ১ লাখ ২১ হাজার ৫৭২ জন।

চট্টগ্রামে মোট মৃত্যু ১ হাজার ৩৫৯। যার ৭৩৪ জন নগর এবং ৬২৫ জন উপজেলার বাসিন্দা।

ডিসি

যখনই ঘটনা, তখনই আপডেট পেতে, গ্রাহক হয়ে যান এখনই!