চট্টগ্রামে করোনা : ১ দিনেই নামল অর্ধেকে

চট্টগ্রামে একদিনে অর্ধেকে নেমে এসেছে করোনা শনাক্ত। গত ২৪ ঘণ্টায় তিনজনের করোনা শনাক্ত হয়েছে। আগের দিন ছয়জনের করোনা শনাক্ত হয়েছিল।

এদিকে সর্বশেষ ২৪ ঘণ্টায় আক্রান্ত সবাই নগরের বাসিন্দা। তবে এ সময়ে ভাইরাসটিতে আক্রান্ত হয়ে কেউ মারা যাননি।

সোমবার (১২ সেপ্টেম্বর) চট্টগ্রাম সিভিল সার্জন কার্যালয় থেকে প্রকাশিত প্রতিবেদনে এ তথ্য উঠে আসে। এদিন ১০ ল্যাবে ৯০ নমুনা পরীক্ষা করা হয়।

এখন পর্যন্ত চট্টগ্রামে করোনা আক্রান্তের সংখ্যা ১ লাখ ২৮ হাজার ৭৭৫ জন। এর মধ্যে ৯৩ হাজার ৮৭৮ জন নগরের এবং ৩৪ হাজার ৮৯৭ জন উপজেলার। এ পর্যন্ত মৃত্যু ১ হাজার ৩৬৭। এর মধ্যে নগরে ৭৩৭ জন এবং উপজেলায় ৬৩০ জন।

এসআই/আলোকিত চট্টগ্রাম

যখনই ঘটনা, তখনই আপডেট পেতে, গ্রাহক হয়ে যান এখনই!

ksrm