চট্টগ্রামে করোনা : হঠাৎ শনাক্ত বাড়ল নগরে

চট্টগ্রামে নগরে হঠাৎ বেড়ে গেছে করোনা রোগী। একদিনের ব্যবধানে শনাক্ত হয়েছে প্রায় দ্বিগুণ।

গত ২৪ ঘণ্টায় চট্টগ্রামে করোনা আক্রান্ত হয়েছেন ১৩ জন। এর মধ্যে ১২ জনই নগরের বাসিন্দা! একজন হাটহাজারী উপজেলার বাসিন্দা।

এর আগের দিনও চট্টগ্রামে ১৩ জন আক্রান্ত হয়েছিলেন। কিন্তু সেদিন নগরের আক্রান্ত ছিল ৭ জন। বাকি ৬ জন উপজেলায়।

আরও পড়ুন: চট্টগ্রামে একদিনেই করোনার বড় লাফ

তবে গত ২৪ ঘণ্টায় চট্টগ্রামের কোথাও করোনা আক্রান্ত হয়ে কেউ মারা যাননি।

শুক্রবার (২৪ ডিসেম্বর) সকালে চট্টগ্রাম সিভিল সার্জন কার্যালয় থেকে প্রকাশিত প্রতিবেদন থেকে জানা যায়, গত ২৪ ঘণ্টায় চট্টগ্রামের ১৩ ল্যাবে ১ হাজার ১৮৫ জনের নমুনা পরীক্ষা করা হয়। পরীক্ষার তুলনায় শনাক্তের হার ১ দশমিক ১ শতাংশ। শনাক্তদের মধ্যে ১২ জন নগরের এবং ১ জন বিভিন্ন উপজেলার বাসিন্দা।

প্রতিবেদনে দেখা যায়, গত ২৪ ঘণ্টায় ফৌজদারহাট বিআইটিআইডি ল্যাবে ২৮৮ নমুনা পরীক্ষায় ৩ জন, চমেক হাসপাতাল ল্যাবে ২০ নমুনা পরীক্ষায় ১জন, সিভাসু ল্যাবে ২০ নমুনা পরীক্ষায় ১ জন, ইম্পেরিয়াল হাসপাতালে ৩৩০ নমুনা পরীক্ষায় ২ জন, আরটিআর ল্যাবে ৫ নমুনা পরীক্ষায় ৩ জন, ইপিক হেলথ কেয়ারে ১৮ নমুনা পরীক্ষায় ২ জন ও মেট্রোপলিটন হাসপাতালে ২৩ নমুনা পরীক্ষায় ১ জনের শরীরে করোনা শনাক্ত হয়েছে।

এ নিয়ে চট্টগ্রামে শনাক্তের সংখ্যা বেড়ে হলো এক লাখ দুই হাজার ৫৫৫ জন। মৃত্যু আগের মতোই, এক হাজার ৩৩২ জন।

এদিন ১৪ এন্টিজেন পরীক্ষায় কারো করোনা শনাক্ত হয়নি।

আরও পড়ুন: চট্টগ্রামে করোনা : এবার নগরের সঙ্গে ছুটল গ্রামও

এদিকে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় লাবে ৭ নমুনা পরীক্ষা, কক্সবাজার মেডিকেল কলেজ ল্যাবে ৭ নমুনা পরীক্ষা, শেভরন ল্যাবে ৩৬৬ নমুনা পরীক্ষা, মেডিকেল সেন্টার ল্যাবে ৮৫ নমুনা পরীক্ষা ও ল্যাব এইড হাসপাতাল ল্যাবে ২ নমুনা পরীক্ষায় করোনা আক্রান্ত পাওয়া যায়নি।

অন্যদিকে চট্টগ্রাম মা ও শিশু হাসপাতালে করোনার নমুনা পরীক্ষা হয়নি।

আরবি

যখনই ঘটনা, তখনই আপডেট পেতে, গ্রাহক হয়ে যান এখনই!