চট্টগ্রামে কোনোভাবেই কমছে না করোনা। কঠোর বিধিনিষেধেও বাড়ছে মৃত্যুর মিছিল। এবার মৃত্যুতে শহরকে ছাড়িয়ে গেছে গ্রাম।
গত ২৪ ঘণ্টায় চট্টগ্রামে করোনায় মৃত্যু হয়েছে ১২ জনের। এর মধ্যে ৪ জন নগরের এবং ৮ জন উপজেলার বাসিন্দা। অর্থাৎ শহরের চেয়ে দ্বিগুণ মৃত্যু হয়েছে গ্রামে।
সর্বশেষ ২৪ ঘণ্টায় ২ হাজার ২৮২ নমুনা পরীক্ষায় পজিটিভ হয়েছেন ৮৪৮ জন। শনাক্তের হার ৩৭ দশমিক ১৬ শতাংশ।
সোমবার সিভিল সার্জন কার্যালয় আরও জানায়, আগের ২৪ ঘণ্টায় বিআইটিআইডি ল্যাবে ১১৯ নমুনা পরীক্ষায় করোনা শনাক্ত হয় ৫৩ জনের।
চট্টগ্রাম মেডিকেল কলেজ ল্যাবে পরীক্ষা করা হয় ২৩৮ নমুনা। এতে করোনা শনাক্ত হয় ১১৮ জনের।
এন্টিজেন টেস্টে ১০৪৪ নমুনা পরীক্ষায় ৩৪৪ জন, শেভরনে ৩২২ নমুনা পরীক্ষায় ৮৫ জন, চট্টগ্রাম মা ও শিশু হাসপাতালে ১২০ নমুনা পরীক্ষায় ৭৩ জন ও চট্টগ্রাম জেনারেল হাসপাতালের আরটিআরএল ল্যাবে ৮২ নমুনা পরীক্ষায় ৪৯ জন, মেডিকেল সেন্টার হাসপাতালে ৬৫ নমুনা পরীক্ষায় ৩১ জন,ইমপেরিয়াল হাসপাতাল ল্যাবে ২৪৬ নমুনা পরীক্ষায় ৬৫ জন ও ইপিক হেলথ কেয়ার ল্যাবে ৪৬ নমুনা পরীক্ষায় ৩০ জনের করোনা শনাক্ত হয়।
সর্বশেষ ২৪ ঘণ্টায় চট্টগ্রামে করোনা শনাক্তদের মধ্যে লোহাগাড়ার ১৬ জন, সাতকানিয়ার ৭ জন, বাঁশখালীর ৯ জন, চন্দনাইশের ৩০ জন, পটিয়ার ৪৩ জন, বোয়ালখালীর ৩৮ জন, রাঙ্গুনিয়ার ৩২ জন, রাউজানের ৪ জন, ফটিকছড়ির ১৪ জন, হাটহাজারীর ১০ জন, সীতাকুণ্ডের ১৭ জন, মিরসরাইয়ের ১২ জন ও সন্দ্বীপের বাসিন্দা রয়েছেন ৩৩ জন।
প্রসঙ্গত, ২০২০ সালের ৮ মার্চ দেশে প্রথম করোনা শনাক্তের খবর জানায় স্বাস্থ্য অধিদপ্তর।
আলোকিত চট্টগ্রাম