চট্টগ্রামে করোনা : শনাক্তের সাফল্যে আবারও মৃত্যুর আঘাত

চট্টগ্রামে করোনা শনাক্তের সাফল্যে আবারও আঘাত হেনেছে মৃত্যু। গত ২৪ ঘণ্টায় চট্টগ্রামে মারা গেছেন আরও দুই করোনা রোগী।

অথচ শনাক্তের সাফল্যের ধারাবাহিকতা বজায় ছিল এদিনও। চট্টগ্রামে গত ২৪ ঘণ্টায় করোনায় আক্রান্ত হয়েছেন ৩৩ জন। শনাক্তের হার ২.৬৮ শতাংশ।

চট্টগ্রামে এ পর্যন্ত মৃতের সংখ্যা ১ হাজার ২৯৫ জন। সবমিলিয়ে শনাক্ত ১ লাখ ১ হাজার ৬৬৩ জন।

আরও পড়ুন: চট্টগ্রামে করোনা : শনাক্তে ‘স্বপ্ন’—চোখ রাঙাচ্ছে ‘মৃত্যু’

মঙ্গলবার (২৮ সেপ্টেম্বর) চট্টগ্রাম জেলা সিভিল সার্জন কার্যালয় থেকে প্রকাশিত প্রতিবেদন থেকে জানা যায়, চট্টগ্রামের ১১টি ও কক্সবাজারের ১টি ল্যাবে ১ হাজার ২৩১ জনের নমুনা পরীক্ষা করা হয়। এর মধ্যে ৩৩ জনের দেহে করোনা শনাক্ত হয়।

এ পর্যন্ত চট্টগ্রামে শনাক্তদের মধ্যে নগরের বাসিন্দা ৭৩ হাজার ৬৩৪ জন। বাকি ২৮ হাজার ২৯ জন বিভিন্ন উপজেলার বাসিন্দা।

এ পর্যন্ত মারা যাওয়াদের মধ্যে ৭১৫ জন নগরের এবং ৫৮০ জন বিভিন্ন উপজেলার।

এসি

যখনই ঘটনা, তখনই আপডেট পেতে, গ্রাহক হয়ে যান এখনই!