চট্টগ্রামে করোনায় শনাক্তের হার ‘স্বপ্ন’ দেখালেও চোখ রাঙাচ্ছে মৃত্যু। ব্যবধানে চট্টগ্রামে ফের বেড়েছে করোনা রোগীর মৃত্যু।
গত ২৪ ঘণ্টায় মারা গেছেন ৩ করোনা রোগী। এদের মধ্যে ২ জন নগরের ও ১ জন উপজেলার বাসিন্দা। আগের দিন মারা গিয়েছিলেন ১ জন। তার আগে মৃত্যুহীন দিন দেখেছিল চট্টগ্রাম।
সোমবার (২৭ সেপ্টেম্বর) চট্টগ্রাম সিভিল সার্জন কার্যালয় থেকে এসব তথ্য জানানো হয়।
আরও পড়ুন : চট্টগ্রামে করোনা : মৃত্যুতে ম্লান শনাক্তের সাফল্য
গত ২৪ ঘণ্টায় জেলার ১০টি ল্যাবে ১ হাজার ৭৩ নমুনা পরীক্ষা করে ৩৬ জনের শরীরে করোনার জীবাণু পাওয়া গেছে। শনাক্তের হার ৩.৩৫ শতাংশ। আগের দিন ১ হাজার ৫২৮ নমুনা পরীক্ষায় ৩২ জন করোনায় আক্রান্ত হন। ওইদিন শনাক্তের হার ছিল ২.১ শতাংশ। ২৪ ঘণ্টার ব্যবধানে ১ শতাংশ বেড়েছে শনাক্তের হার।
বিশেষজ্ঞদের মতে, করোনায় শনাক্তের হার পাঁচ শতাংশের নিচে থাকলে তা নিয়ন্ত্রণে আছে বলে ধরে নেওয়া হয়।
এদিকে গত ২৪ ঘণ্টায় আক্রান্তদের মধ্যে ২৫ জন নগরের বাসিন্দা এবং ১১ জন উপজেলার।
এ পর্যন্ত চট্টগ্রামে করোনা আক্রান্ত রোগীর সংখ্যা ১ লাখ ১ হাজার ৬৩০ জন। এদের মধ্যে নগরের ৭৩ হাজার ৬১৪ জন এবং উপজেলার ২৮ হাজার ১৬ জন।
জেলায় এ পর্যন্ত মারা গেছেন ১ হাজার ২৯৩ জন। এর মধ্যে ৭১৪ জন নগরের এবং ৫৭৯ জন উপজেলার বাসিন্দা।